মার্কিন ভিসানীতি নিয়ে কৃষক ও ক্ষেত মজুরের মাথা ব্যাথা নেই : মেনন

প্রকাশিত: মে ৩০, ২০২৩; সময়: ৭:৫০ অপরাহ্ণ |
মার্কিন ভিসানীতি নিয়ে কৃষক ও ক্ষেত মজুরের মাথা ব্যাথা নেই : মেনন

নিজস্ব প্রতিবেদক, নাটোর : ওর্য়াকার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, মার্কিন ভিসানীতি নিয়ে সবদল ব্যতিব্যস্ত হয়ে উঠলেও কৃষক ও ক্ষেমজুরদের মাথা ব্যাথা নেই। তারা দেশের অর্থ বিদেশে পাচার করেনা,দেশের শিক্ষা বাদ দিয়ে বিদেশে ছেলে মেয়েদের পড়ায় না।

তারা বাজেট নিয়ে উদ্বিগ্ন কৃষকদের জন্য কি আসছে। আইএমএ এর শর্ত মেনে কৃষিতে ভুর্তকি তুলে হবে কিনা। ইতিমধ্যে জ্বালানির দাম বেড়েছে,সারের দামও বাড়িয়ে দেয়া হয়েছে। তারা কষ্ট করে দেশের মানুষের জন্য খাদ্য উৎপাদন করছেন,সেই ধান,চাল,পিয়াজ ও সবজির দাম পাবে কিনা।

সংসদে এনিয়ে কেউ কথা বলবে কিনা। ৬২ % ব্যবসায়ীর পার্লামেন্টে গ্রামের মানুষ সহ ক্ষেত-মজুরদের কথা হয়না।হয় কেবল দলের কথা,নেতা নেত্রীর কথা।একারনে কৃষকসহ সাধারন মানুষ নির্বাচন ও পার্লামেন্ট নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে। সংসদকে অর্থবহ করতে হলে কৃষক-ক্ষেতমজুরদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় জাতীয় কৃষক সমিতির ৭ম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জাতীয় কৃষক সমিতির কেন্দ্রিয় সভাপতি মাহামুদুল হাসান মানিকের সভাপতিত্বেসভায় বিশেষ অতিথি ছিলেন ওর্য়াকার্স পার্টির সাধারন সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। নাটোর জেলা জাতীয় কৃষক সমিতির সাধারন সম্পাদক দিপংকর সাহা দিপুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির সাধারন সম্পাদক আমিনুল ইসলা গোলাপ ,জাতীয় শ্রমিক ফেডারেশন সভাপতি কামরুল আহসান,বাংলাদেশ খেত মজুর ইউনিয়নের সভাপতিঅধ্রাপক নজরুল হক নিলু,উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সামিতের সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, নাটোর জেলা ওর্য়াকার্স পাটির সাধারন সম্পাদক এড, লোকমান হোসেন বাদল,নাটোর জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে