ইংল্যান্ডের উইকেটে সেট হওয়া যায় না : রোহিত

প্রকাশিত: জুন ৫, ২০২৩; সময়: ২:৩০ অপরাহ্ণ |
খবর > খেলা
ইংল্যান্ডের উইকেটে সেট হওয়া যায় না : রোহিত

পদ্মাটাইমস ডেস্ক : ২০২১ সালে ইংল্যান্ড সফরে গিয়ে ৪টি টেস্ট খেলেছিল ভারত। সেই সিরিজে ভারতের সেরা ব্যাটার ছিলেন রোহিত শর্মা।

৮ ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ৩৬৮ রান। ব্যাটিং গড় ছিল প্রায় ৫৩। সেবার রোহিতের রান করার পাশাপাশি তার ইংল্যান্ডের মাটি কামড়ে পড়ে থাকার দক্ষতাও বেশ নজর কেড়েছিল সবার।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে আবারও সেই ইংল্যান্ডে ভারতীয় দল। দলটির অধিনায়ক এখন রোহিত। কাগজে কলমে এখন আর ভারতের টেস্ট দলের সেরা ব্যাটার নন তিনি। তবুও মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগে সতীর্থদের সফলতার টোটকা দিয়েছেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে রোহিত বলেছেন, ইংল্যান্ডের মাটিতে লম্বা সময় ব্যাটিং করা সহজ ব্যাপার নয়। এমনকি ইংল্যান্ডে কখনই নিজেকে সেট ব্যাটার মনে হয় না। সেই সঙ্গে ঘনঘন মেঘের আনাগোনায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ব্যাটারদের।

রোহিত বলেন, ‘আমার মনে হয় যে সাধারণভাবে ব্যাটিংয়ের জন্য ইংল্যান্ড অত্যন্ত কঠিন জায়গা। পরিস্থিতি যথেষ্ট কঠিন হয়। তবে কঠিন লড়াইয়ের জন্য আগে থেকে প্রস্তুত হলে আপনি সাফল্য পাবেন।’

‘২০২১ সালে আমি এটা বুঝতে পেরেছিলাম। (ইংল্যান্ডের মাঠে) কখনও আপনি সেট হতে পারবেন না। আবহাওয়া পাল্টাতে থাকে। দীর্ঘক্ষণ ধরে মনঃসংযোগ বজায় রেখে যেতে হয়।

তাহলেই আপনি বুঝতে পারবেন যে কখন বোলারদের আক্রমণ করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে মাঠে নেমে বুঝতে হবে যে নিজের শক্তির জায়গা কোনটা।’-আরও যোগ করেন তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে