ক্যাসিনো-কাণ্ডে বন্ধ ক্লাবগুলো খুলছে

প্রকাশিত: জুন ৭, ২০২৩; সময়: ১১:০৮ পূর্বাহ্ণ |
খবর > খেলা
ক্যাসিনো-কাণ্ডে বন্ধ ক্লাবগুলো খুলছে

পদ্মাটাইমস ডেস্ক : খেলাধুলার স্বার্থ বিবেচনায় ক্যাসিনো-কাণ্ডে বন্ধ হয়ে যাওয়া ক্লাবগুলো খুলে দেয়ার ব্যবস্থা করতে কাজ শুরু করেছে ফুটবল ফেডারেশন।

মঙ্গলবার (৬ জুন) বন্ধ থাকা ক্লাবগুলো খুলে দেয়ার ব্যাপারে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনসহ সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক।

ক্যাসিনো কেলেঙ্কারিতে ২০১৯ সালে বন্ধ হয়ে যায় বেশ কিছু ক্লাব। বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে কয়েকটি ক্লাবকে খেলাধুলার অনুমতি দেয়া হয়। তবে ক্লাব কম্পাউন্ড তালাবদ্ধ থাকায় সেখানে ঢোকা বা খেলাধুলা পরিচালনার অনুমতি মেলেনি ক্লাবগুলোর।

ফলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে আসছিল। এবার ক্লাবগুলোকে পুরো ছন্দে ফেরাতেই এমন উদ্যোগ নিয়েছে বাফুফে। তবে কড়া শর্ত জুড়ে দেয়া হয়েছে কার্যক্রম নিয়ে।

আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ‘ক্লাবগুলো সিলগালা করা হয়েছিল। সেগুলো খুলে দেয়ার ব্যাপারে আমরা কথা বলেছি। আশ্বাস পেয়েছি, সেগুলো খুব দ্রুত খুলে দিতে পারব বলে আমরা মনে করি। এ ক্ষেত্রে ক্লাবগুলোকে আরও সচেতন হতে হবে। ক্লাবে যেন এ ধরনের কোনো অনৈতিক কাজ না হয় বা আইনবিরোধী কোনো কর্মকাণ্ড যেন কেউ পরিচালনা না করে।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে