ভর্তি পরীক্ষায় প্রক্সি অভিযোগে রাবি শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: জুন ৮, ২০২৩; সময়: ১০:৫১ পূর্বাহ্ণ |
ভর্তি পরীক্ষায় প্রক্সি অভিযোগে রাবি শিক্ষার্থী বহিষ্কার

পদ্মাটাইমস ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের মানবিক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সির অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীর নাম স্বপন হোসাইন৷ তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বুধবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে এ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ায় লোক প্রশাসন বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. স্বপন হোসাইনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সে ওই পরীক্ষায় গ্রুপ-১ এর ২৪০৯৬ রোলের পরীক্ষার্থী তানভীর আহমেদের হয়ে পরীক্ষা দিচ্ছিল।’

এর আগে গত ৩০ মে রাবির এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চারটি গ্রুপে অনুষ্ঠিত এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বিসিএস নন-ক্যাডার কর্মকর্তা, ছাত্রলীগ নেতা, ঢাবি ও রাবি শিক্ষার্থীসহ ৭ জনকে প্রক্সি অভিযোগে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে