নাটোরে এমপি বকুলের নামে সেই হত্যা মামলা তদন্তের আদেশ

প্রকাশিত: জুন ১৫, ২০২৩; সময়: ৭:০৭ অপরাহ্ণ |
নাটোরে এমপি বকুলের নামে সেই হত্যা মামলা তদন্তের আদেশ

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোর-১ আসনের এমপি শহিদুল ইসলাম বকুলসহ ৫ জনের নামে আদালতে দায়ের করা হত্যা মামলা আমলে গ্রহন করে বিশেষ পুলিশ সুপার পিবিআই’কে তদন্তের আদেশ দিয়েছেন আদালত।

এর গত ১ জুন নাটোরে বাগাতিপাড়া আমলী আদালতে এজাহার দাখিল করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ মামলটি গ্রহন করে পরবর্তী আদেশের জন্য আগামী ১৫ জুন তারিখ ধার্য্য করেন। বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জকে অপমৃত্য (ইউডি) মামলার রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, সুরতহাল এবং ভিসেরা রিপোর্ট আদালতে প্রেরণ করার আদেশ দেন।

বৃহস্পতিবার আদালত শুনানি শেষে মামলাটি আমলে গ্রহন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেসন নাটোরের বিশেষ পুলিশ সুপারকে তদন্তের আদেশ দেন।

অভিযোগ পত্রে শাহনাজ পারভীন উল্লেখ করেন ২০২০ সালে ২০ ফেব্রুয়ারী লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের বাড়ি পাওনা টাকা সংক্রান্ত বিষয়ে শালিস হওয়ার কথা ছিল। সেখানে শাহনাজ পারভীন তার স্বামী এবং আরো কয়েকজন গেলে এমপি শহিদুল ইসলাম বকুল উত্তেজিত হয়ে শাহনাজের স্বামী আইয়ুব আলীকে টাকা দাবি করে। টাকা ফেরত না দিলে গাছের সাথে বেঁধে মারধরের হুমকি দেয়। আইয়ুব আলী সই করতে অস্বীকার করলে এমপি বকুল তাকে চড় থাপ্পর মারে। এরপর আইয়ুব আলী ভীত সন্তস্ত্র হয়ে মাটিতে লুটে পড়ে। পরে সেখান থেকে তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

বাদি পক্ষের আইনজীবি এডভোকেট শাহ মখদুম রুপশ বলেন, মামলাটি আদালত আমলে গ্রহন করে আগামী ২৭ জুলাই পরবর্তী ধার্য্য তারিখ নির্ধারন করেছেন।

গত ১ জুন মামলাটি আদালতে দাখিলের সময় বাদি পক্ষের আনিজীবি হিসাবে ছিলেন এডভোকেট মমতাজ রায়হান সিনা। পরে তিনি এই মামলার আইনজীবি হিসাবে তার নাম প্রত্যাহার করেছেন। এডভোকেট মমতাজ রায়হান সিনা বলেন, তাকে বিস্তারিত না জানিয়ে সহকর্মী শাহ মখদুম রুপশ স্বাক্ষর নিয়েছিলেন। পরে বিস্তারিত জেনে তিনি নাম প্রত্যাহার করেছেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে