নাটোর আদালত চত্বরে আইনজীবি ও বিচারপ্রার্থীর মাধ্যে হাতাহাতি

প্রকাশিত: জুন ২২, ২০২৩; সময়: ৮:৩২ অপরাহ্ণ |
নাটোর আদালত চত্বরে আইনজীবি ও বিচারপ্রার্থীর মাধ্যে হাতাহাতি

জ্যেষ্ঠ প্রতিবেদক, নাটোর : নাটোর আদালত চত্বরের নতুন বার ভবনে এক আইনজীবির সাথে বিচারপ্রার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে এড.মোঃ ময়নাল ইসলাম নামে এক আইনজীবির সাথে এই হাতাহাতির ঘটনা ঘটে। তবে সংশ্লিষ্ট ওই আইনজীবির দাবি একটি মামলার তার কয়েকজন মক্কেল তাকে লাঞ্ছিত করেছে।

এড. মোঃ ময়নাল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে বাগাতিপাড়া উপজেলার টুনিপাড়া এলাকার সাইফুল ইসলাম সহ একটি মারপিট মামলার ৬ জন আসামীর জামিন শুনানী করেন তিনি।

আমি তাদের আইনজীবী। শুনানী শেষে খরচের টাকা চাইলে তারা আমাকে ৪ শত টাকা হাতে ধরিয়ে দেন। খরচ আও বেশী হওয়ার কথা বললে মক্কেলরা তার সার্টের কলার ধরে টানাহেচরা করে এবং ধাক্কা দেয়। তবে প্রত্যক্ষদর্শিরা জানায় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সাইফুল সহ মামলার আসামীরা আদালত চত্বর থেকে চলে যাওয়ায় তাদের বক্তব্য সংগ্রহ করা যায়নি।

এবিষয়ে জানতে যোগাযোগ করা হলে নাটোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মালেক শেখ বলেন, শুনেছি যে, দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা৷ উভয়পক্ষকে ডেকে আমরা বসে বিষয়টা মিমাংসা করে দিব।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে