শিবগঞ্জে কলিম উদ্দীন আহম্মদ স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান

প্রকাশিত: জুন ২৪, ২০২৩; সময়: ৭:০৫ অপরাহ্ণ |
শিবগঞ্জে কলিম উদ্দীন আহম্মদ স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কলিম উদ্দীন আহম্মদ স্মৃতি শিক্ষাবৃত্তি ফান্ড থেকে স্থানীয় ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি উত্তীর্ণ অস্বচ্ছল পরিবারের ১২ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে এককালীন আট হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার সকালে দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের হলরুমে ছাত্র-ছাত্রীদের মাঝে এসব বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে মরহুম কলিম উদ্দীন আহম্মদের কনিষ্ঠ পুত্র ও বৃত্তি প্রদান কমিটির পরিচালক মশিউর রহমানের সভাপতিত্বে ও বৃত্তি ব্যবস্থাপনা বোর্ডের নির্বাহী পরিচালক মাসুদ-উল-হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী, দাদনচক বেল আফরোজ ইদ্রিশী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল আলম, আলহাজ শরীফ আহ্মদ কারিগরি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহতাজ উদ্দিন এফতার, সোনামসজিদ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এ কে আনার, ইদ্রিস আহমদ মেমোরিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ জামালুল ইসলাম জামালসহ অন্যরা।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৭ম বারের মতো এই বৃত্তি প্রদান করা হয়।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে