শুদ্ধাচার পুরস্কার পেলেন এনটিআরসিএর ৩ কর্মকর্তা-কর্মচারী

প্রকাশিত: জুন ২৫, ২০২৩; সময়: ১:৫৫ অপরাহ্ণ |
শুদ্ধাচার পুরস্কার পেলেন এনটিআরসিএর ৩ কর্মকর্তা-কর্মচারী

পদ্মাটাইমস ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ২০২২-২৩ সালের শুদ্ধাচার পুরস্কারের পাচ্ছেন তিন কর্মকর্তা-কর্মচারী। পুরস্কার হিসেবে তারা চলতি জুন মাসে মূল বেতনের সমপরিমাণ অর্থ ও সনদপত্র পাবেন।

রোববার (২৫ জুন) এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা- ২০২১ অনুযায়ী গ্রেড-২ হতে গ্রেড-৯, গ্রেড-১০ হতে গ্রেড-১৬ এবং গ্রেড-১৭ হতে গ্রেড-২০ ভুক্ত একজন করে মোট তিনজন কর্মচারীকে এনটিআরসিএর বাছাই কমিটির সভার সিদ্ধান্ত অনুসারে নিম্নবর্ণিত কর্মকর্তা ও কর্মচারীকে ২০২২-২০২৩ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদানের জন্য মনোনয়ন দেওয়া হলো।

যারা শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন-

১. ২-৯ গ্রেডভুক্ত কর্মচারী: মো. ওবায়দুর রহমান সচিব (উপসচিব) ।

২. ১০-১৬ গ্রেডভুক্ত কর্মচারী: মিলন মোল্লা, কম্পিউটার অপারেটর ।

৩. ১৭-২০ গ্রেডভুক্ত কর্মচারী: মুহাম্মদ মিজানুর রহমান, ডেসপাস রাইডার ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে