শহীদ কামারুজ্জামানের জন্ম শতবর্ষে

প্রকাশিত: ২৮-০৬-২০২৩, সময়: ১১:০৪ |
Share This

জন্ম শতবর্ষে আমরা গর্বিত উদ্ভাসিত
তব শ্রদ্ধার মম শির তরে-
তুমি ছিলে তুমি আছ তুমি থাকবে
স্বদেশের ঘরে ঘরে; হৃদয়ের আঙিনায়
হযরত শাহ মখদুম (র) পবিত্রতায়
শুভ্র-স্বচ্ছ পদ্মার পাড় থেকে সবুজের মাঠে
কৃষক-কৃষাণীর স্ফীত বুকে।

তুমি, বঙ্গবন্ধুর সাথে বাঙালির ইতিহাস-
নন্দিত নায়ক আমাদের কামারুজ্জামান
বাঙালির আত্ম পরিচয়দানে
মুজিবনগর থেকে বঙ্গবন্ধু সরকারে
পরীক্ষিত প্রাণপুরুষ
প্রথম শহীদ মিনারের পুতঃপবিত্র ভূমিতে
তোমার জন্মসূত্রে বিচরণ।

তুমি উত্তরের তিলোত্তমাÑ
উর্বর নেতৃত্বে রাজশাহীর ব্যারোমিটার
আজীবন সংগ্রাম লড়ায়ে তোমার কৃতিত্ব,
বাংলা ও বিশ্বে তুমি অনন্য উপমা।

চিরায়ত বাংলা ও বাঙালিসত্ত্বার
অফুরন্ত সৌরভময় তোমার চেতনা, বিশ্বাস-
তুমি ইতিহাস, তুমি কাব্য তুমিই কবিতা
শিশির-স্নাত ভোরের কুসুম।

বাংলার প্রকৃতির শ্যামল ছায়ায়
বন্ধুত্বের আবেশ
বাংলার রূপ লাবন্যের পরশ পাথর
তুমি দেশ ও বিশ্বের;
বঙ্গবন্ধুর সাথে তুমিও মহান নেতা এক
বাংলাদেশের।

তারপর অতঃপর সেদিন
ঢাকা শহরে নিকশ কালো অন্ধকার
থমথমে চারদিক,
পাখিরা নিঃশব্দ ঘুমে বিভোর।
চাঁদের আলো বিলীন,
নেই জোনাকির নেভা-জ্বলা;
তখনো কাটেনি রেশ বঙ্গবন্ধু হত্যার।

টলমলে দেশ প্রান্তর, ধুম্রজাল রাজনীতির,
রাজতক্তে কেউবা মত্ত;
কেউবা বন্দী, কেউবা নিরুদ্দেশ-নিষ্ক্রিয়,
মাঝিহারা নৌকা পায় না তীরের সাক্ষাৎ।

তখনো হায়েনার কাছে করোনি সমর্পন-
অস্থির মসনদ টলাতে পারেনি
বিশ্বাসঘাতকদের তরে বঙ্গবন্ধুর রক্ষিত
পুষ্পার্ঘ করোনি অর্পণ।

এমন অবৈধদের বাধাহীনতায়
যখন দেশপ্রেমিক বীর কোনঠাসা-
তখনও তুমি দৃঢ়চেতা, আস্থার প্রতিক
আজও তাই শ্রদ্ধায় নতশিরে থাকে
তোমার স্বদেশ।

পঁচাত্তরের পনের আগস্ট সেই রাতের ঘটনায়
শংকিত স্তম্ভিত অদ্ভুত দুঃস্বপ্নে আঁৎকে
উঠেছে জাতিÑ
অবশেষে তিন নভেম্বর ভোর, নিরাপত্তার
সুতিকাগার কেন্দ্রীয় কারাগার।

মোসলেমের ঘাতক বাহিনী প্রধান
ফটকে আসীন, অনড় কারারক্ষী
রুখে দেয় তাদের;
অতঃপর টেলি যোগাযোগ।

রাষ্ট্রপতি মুস্তাক ও মেজর আব্দুর রশীদ
দেয় আদেশ-অস্ত্রধারীদের ভিতরে প্রবেশ,
জেগে উঠে পাগলা ঘণ্টা; শব্দ গুলির।

১ নম্বর সেলে ব্রাস ফায়ার, মুহূর্তে
নিভে যায় প্রাণের স্পন্দন;
ঝাঝরা ডায়েরি খাতা, কুরআনের পাতা,
নিথর দেহ পড়ে রয় জাতীয় চার নেতার।

আবারো রক্তাক্ত পতাকা, মানচিত্রÑ
গভীর ষড়যন্ত্রে মেতেছে ওরা।
বরেন্দ্রের ক্ষণজন্মা হেনাসহ
স্বাধীন দেশের সোনার ছেলেরাÑ
কাপুরুষের কাছে করেনি শির নত,
সাক্ষী বাংলাদেশ।

তোমার জন্ম শতবর্ষে আজ-
স্মরণ করে বিস্মিত হয়
আবারো কড়া নাড়ে
খুঁজে ফিরে তোমার চেতনার সংগ্রাম
বেদনার মর্মক্ষণে
তোমার নতুন প্রজন্মের সন্তান।

লেখক-
মাহবুব দুলাল
কবি, সাংবাদিক ও কলামিস্ট

 

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে