নকিয়ার এই ফোন বাজার মাতাবে

প্রকাশিত: জুলাই ৫, ২০২৩; সময়: ৯:৩৭ পূর্বাহ্ণ |
নকিয়ার এই ফোন বাজার মাতাবে

পদ্মাটাইমস ডেস্ক : হারানো ফোনের বাজার দখল করতে নকিয়া আনছে নতুন ফোন। মডেল নকিয়া প্লে টু ম্যাক্স ২০২৩। বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং অবিশ্বাস্য ফিচার নিয়ে ফোনটি হাজির হচ্ছে।

নকিয়া প্লে টু ম্যাক্স ২০২৩ ভার্সনের এই ফোনে থাকতে পারে ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলিড ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে। কর্নিং গোরিলা গ্লাস ৭ দ্বারা সুরক্ষিত হবে ডিসপ্লেটি, যা ফোনের স্ক্রিন সবসময় স্বচ্ছ এবং স্ক্র্যাচ মুক্ত রাখতে সাহায্য করবে।

পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে অত্যন্ত শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস প্রসেসরের সাহায্যে। সফটওয়্যারের দিক থেকে অ্যানড্রয়েড ১১ ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম দেওয়া হচ্ছে, যা যথার্থ ইউজার ফ্রেন্ডলি অভিজ্ঞতা দিতে পারবে।

১০ জিবি, ১২ জিবি এবং ১৬ জিবি র‌্যাম ভার্সনে ডিভাইসটি পাওয়া যাবে। এর স্টোরেজ হবে ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি। তারপরেও আবার থাকবে স্টোরেজ বাড়িয়ে নেওয়ার জন্য মাইক্রো এসডি কার্ড ব্যবহারের বাড়তি সুবিধা।

হ্যান্ডসেটটিতে থাকছে ৮০০০ মিলিঅ্যাম্পিয়ারের নন-রিমুভেবল ব্যাটারি। যা নকিয়া প্লে টু ম্যাক্স ফোনটিকে লং-লাস্টিং পাওয়ার দিতে সাহায্য করবে আপনার মাল্টিটাস্কিংয়ের জন্য। তার উপরে আবার ওয়্যারলেস চার্জিং তো সাপোর্ট করবেই।

ক্যামেরা সেটআপ তো এক্কেবারে ঢেলে সাজানো হচ্ছে। কোয়াড ক্যামেরা সিস্টেমের এই ফোনে থাকছে ১০৮ মেগাপিক্সেলের সেন্সর। সেকেন্ডারি হিসেবেও একটি ১০৮ মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হচ্ছে। অন্যান্য গৌণ ক্যামেরাগুলোর মধ্যে থাকছে ৩২ মেগাপিক্সেল এবং ১৬ মেগাপিক্সেলের দুইটি অতিরিক্ত সেন্সর। ফোনের সামনে থাকছে আরও দুটি ক্যামেরা, যার একটি ৬৪ মেগাপিক্সেলের গুগল এআই লেন্স এবং অপরটি ২০ মেগাপিক্সেলের।

ফোনটির দাম কত হবে সে সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে