হামলাকারীরা আওয়ামী লীগের কর্মী হওয়ায় তদন্ত হচ্ছে না : হিরো আলম

প্রকাশিত: জুলাই ৬, ২০২৩; সময়: ১:১৩ অপরাহ্ণ |
হামলাকারীরা আওয়ামী লীগের কর্মী হওয়ায় তদন্ত হচ্ছে না : হিরো আলম

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম বলেছেন, গতকাল (বুধবার) যারা আমাদের ওপর আক্রমণ করেছিল তাদের নাম-ঠিকানাসহ বনানী থানা ও নির্বাচন কমিশনারের অফিসে জমা দিয়েছি।

থানা থেকে তদন্তের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা করা হয়নি। কারণ যারা হামলা করেছে তারা ক্ষমতাশীল দল আওয়ামী লীগের কর্মী।

বৃহস্পতিবার (৬ জুলাই) রাজধানীর ভাষানটেক এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হিরো আলম বলেন, গতকাল আমরা নির্বাচনী প্রচারণার জন্য মহাখালী সাততলা বস্তিতে গিয়েছিলাম। কিন্তু সেখানে আমরা আক্রমণের শিকার হয়েছি।

আজ ভাষানটেকে প্রচারণা করতে এসে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। এখানে কেউ কোনো বাধা দেয়নি। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারণার কাজ করেছে। এমনকি আমরা আজ পুলিশি নিরাপত্তা পেয়েছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে