রূপার গয়নার ঔজ্জ্বল্য ফেরান মাত্র ২ মিনিটে

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৩; সময়: ১:১০ অপরাহ্ণ |
রূপার গয়নার ঔজ্জ্বল্য ফেরান মাত্র ২ মিনিটে

পদ্মাটাইমস ডেস্ক: বিয়েবাড়ি হোক কিংবা অফিসের ফরমাল সাজ— তরুণীদের পছন্দের তালিকায় এখন স্বর্ণের চেয়ে রূপার কদর এখন বেশি। আর তাই, অনলাইন থেকে শুরু অফলাইন সবখানে রূপার গয়না বিক্রি বাড়ছে। শাড়ি, কুর্তি, কামিজ— সবকিছুর সঙ্গেই বেশ সহজে মানিয়ে যায় এসব গয়না।

নারীদের পছন্দের গয়নার মধ্যে রয়েছে রূপার ঝুমকা, হাতের বালা, গলার হার। সমস্যা হলো রূপার গয়না বাক্সে রেখে দিলে তার ওপর কালচে আস্তরণ পড়ে। দীর্ঘদিন পর সেই গয়না পরতে গেলে দেখা যায় তার ঔজ্জ্বল্য হারিয়ে গেছে।

তবে প্রিয় গয়না কালো হয়ে গেছে বলে মনখারাপের কিছু নেই। বিশেষ একটি ঘরোয়া পদ্ধতি কাজে লাগিয়ে খুব সহজেই ফিরিয়ে আনতে পারেন রূপার গয়নার জেল্লা। চলুন জেনে নিই বিস্তারিত-

একটি পাত্রে ভালো করে পানি ফুটিয়ে নিন। এবার অ্যালুমিনিয়াম ফয়েল কেটে কেটে গোলা বানিয়ে এতে দিন। সঙ্গে এক চামচ বেকিং সোডাও মেশান। এবার কালচে গয়নাগুলো পানির মধ্যে দিয়ে দিন। মিনিট দুয়েক ভালো করে ফুটিয়ে নিন। পানি থেকে উঠিয়ে ব্রাশ দিয়ে ঘষলেই চকচকে হয়ে যাবে পুরনো গয়না।

ছোট্ট এই কাজটি করলে মাত্র ২ মিনিটে কালচে হাওয়া গয়না পরিষ্কার হয়ে যাবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে