টমেটো বেচে ৩ কোটি আয় মহারাষ্ট্রের এক কৃষকের

প্রকাশিত: জুলাই ২০, ২০২৩; সময়: ১০:৫৩ পূর্বাহ্ণ |
খবর > কৃষি
টমেটো বেচে ৩ কোটি আয় মহারাষ্ট্রের এক কৃষকের

পদ্মাটাইমস ডেস্ক : টমেটো চাষ করে কোটিপতি বনে গেলেন ভারতের মহারাষ্ট্রের ঈশ্বর গায়কর নামের এক কৃষক। টমেটো বিক্রি করে ভারতীয় মুদ্রায় ২ কোটি ৮০ লাখেরও বেশি টাকা আয় করেছেন তিনি। তার এ আয় নিয়ে হইচই পড়ে গিয়েছে সারা দেশে।

তবে ঈশ্বরের স্বপ্ন এখানেই শেষ নয়। তার ফার্মে এখনও ৪০০০ ক্রেট টমেটো রয়েছে। যা বেচে তিনি তার রোজগার ৩.৫ কোটির ঘরে নিয়ে যাবেন বলে হিসাব করে রেখেছেন।

ঈশ্বর গায়কর জানিয়েছেন, ২০০৫ সাল থেকে তিনি চাষবাস করছেন। মাত্র ১ একর জমি থেকে ১২ একরে নিয়ে গিয়েছেন তার জমির পরিমাণ।

গত ছয়-সাত বছর ধরে তার ১২ একর ফার্মে টানা টমেটোই চাষ করে যাচ্ছেন তিনি। বহুবার ক্ষতির মুখেও পড়েছেন। কিন্তু চাষ থেকে সরে আসেননি। ২০২১ সালেই তার প্রায় ১৮-২০ লাখ টাকার মতো আর্থিক ক্ষতি হয়েছিল!

এই মৌসুমে ঈশ্বর গায়করের ফার্মে ১৭ হাজার ক্রেট টমেটো উৎপন্ন হয়েছিল। ক্রেট প্রতি দাম ঘোরাফেরা করেছে ৭৭০ থেকে ২৩১১ টাকা।

এই দরে সমস্ত টমেটো বেচে তিনি ২.৮ কোটি টাকা রোজগার করেছেন। তার ফার্মে এখনও যা টমেটো রয়েছে তা বেচে তিনি আয় প্রায় ৪ কোটির কাছাকাছি নিয়ে চলে যেতে পারবেন বলে মনে করছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে