সরকারের পতন নিশ্চিত হয়ে গেছে : মিনু

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩; সময়: ১১:০৫ অপরাহ্ণ |
সরকারের পতন নিশ্চিত হয়ে গেছে : মিনু

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, এই সরকারের দেশ পরিচালনা করার কোনো অধিকার নেই। সরকারের পদত্যাগ জনগণের দাবিতে পরিণত হয়েছে। গত ১৪ বছর ধরে এই সরকার নির্মম নির্যাতন করেছে। যার জন্য তাদের পতন সুনিশ্চিত হয়ে গেছে।

সোমবার (৩১ জুলাই) বিকেলে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে বিএনপির জনসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, বাবু গয়েশ্বর চন্দ্র রায় বুক পেতে দিয়েছিলেন। কর্মীদের রক্ষায় বলেছিলেন আমার নিজের বুকে গুলি করো। তাকে সেখানে নির্মম নির্যাতন করা হয়েছে। তাকে ডিবি কর্যালয়ে নিয়ে গিয়ে ছলনা ও প্রতারণা করা হয়েছে। এই সরকার বাংলাদেশের জনগণের মঝে আর নেই।

মিনু বলেন, চলতি মাসের গত ২৭ তারিখ বিএনপি ঘোষিত ঢাকায় মহাসমাবেশ ভয়ে করতে দেয়নি সরকার। ষড়যন্ত্র করে একদিন সময় নিয়ে হাজার হাজার নেতাকর্মী আটক করেছে। কিন্তু তাতে কোন লাভ হয়নি। রাস্তায় পদে পদে বাঁধা ও হয়রানী পরেও ঢাকায় নেমেছিলো জনতার ঢল।

তিনি বলেন, এই সরকার এখন অন্তসার শূন্য হয়ে পড়েছে। স্বৈরাচার সরকারের বিদায়ের সব ধরনের ঘন্টা বেজে গেছে। এই অবৈধ সরকারের ক্ষমতা এখন কচুর পাতার পানির মত টলমল করছে। এখন শুধুমাত্র ক্ষনিক সময়ের অপেক্ষা।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় বিএনপির সংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভকেট নাদিম মোস্তফা, সৈয়দ সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকার। জনসভা পরিচালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে