গাম্বিয়ার ঘটনায় কড়া নজরদারিতে ভারতের ওষুধ শিল্প

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩; সময়: ১২:০০ অপরাহ্ণ |
গাম্বিয়ার ঘটনায় কড়া নজরদারিতে ভারতের ওষুধ শিল্প

পদ্মাটাইমস ডেস্ক : ভারতের কোম্পানির তৈরি কাশির সিরাপ খাওয়ার পর কিডনির সমস্যায় ভুগে আফ্রিকার দেশ দ্য গাম্বিয়ার ৭০ শিশুর মৃত্যু হয়।

২০২২ সালের জুলাই থেকে অক্টোবরের মধ্যে পাঁচ বছরের কম বয়সী এই ৭০ শিশুর মৃত্যু হয়। এর জেরে ভারতের তৈরি ওষুধের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছে নানা দেশ।

তাই আগামী এক বছর ভারতের সমস্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বেঁধে দেওয়া মানদণ্ড অনুযায়ী ওষুধ উৎপাদন করতে হবে বলে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। গাম্বিয়ার ঘটনার পর রপ্তানি বাজারে ধাক্কা খেয়েছে ভারতীয় ওষুধ সংস্থাগুলো। মূলত এতেই তৎপর হয়েছে কেন্দ্র।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া জানান, যেসব ওষুধ সংস্থার ব্যবসার পরিমাণ ২৫০ কোটি টাকার কম তাদের এক বছরের মধ্যে নিজেদের পরিকাঠামো আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। ব্যবসা ২৫০ কোটি টাকার বেশি হলে সে জন্য ছয় মাস সময় দেওয়া হচ্ছে।

এ দিকে সম্প্রতি রাজ্যসভায় পাস হওয়া জনবিশ্বাস বিল অনুযায়ী নকল ওষুধ বিক্রিতে সাজা কমছে। আদালতের বাইরে জরিমানা দিয়ে মিটমাটের সুযোগ মিলবে।

বিরোধীদের অভিযোগ, এতে ওষুধে ভেজালের প্রবণতা বাড়বে, জনস্বাস্থ্য নিয়ে ছেলেখেলা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে