হাত দিয়ে টয়লেটের সিট তুললেই বিপদ

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৩; সময়: ১১:০৪ পূর্বাহ্ণ |
হাত দিয়ে টয়লেটের সিট তুললেই বিপদ

পদ্মাটাইমস ডেস্ক : হাত দিয়ে টয়লেট সিট তুলছেন বা নামাচ্ছেন, বুঝতেও পারছেন না শরীরের কী ভয়ানক ক্ষতি হয় এতে! কারণ, নোংরা টয়লেটে জার্ম বা ভাইরাস সবসময় থেকে যায়।

ভালো করে পরিষ্কার না করলে ক্ষতি হতে পারে শরীরের। যেই আপনি এই টয়লেট ব্যবহার করবেন আপনার শরীরে মুহূর্তের মধ্যে প্রবেশ করবে ভয়ানক ক্ষতিকর ভাইরাস। আর এর ফলে বেশ কিছু কঠিন রোগও হতে পারে আপনার।

সাধারণত, বেড়াতে গেলে বেশিরভাগ সময় আমাদের পাবলিক টয়লেট ব্যবহার করতে হয়। আর মূত্র ত্যাগের সময় ভয়াবহ ভাইরাস শরীরে প্রবেশ করে। এক জিনিস বাড়ির নোংরা টয়লেট থেকেও হতে পারে।

নারীরা এই টয়লেটবাহিত ভাইরাসে আক্রান্ত হন বেশি। তবে পুরুষরাও বাদ যান না। মূত্রনালির মাধ্যমে শরীরে প্রবেশ করে জার্ম বা ভাইরাস। আর তারপরেই পেটে শুরু হতে পারে ভয়ানক ব্যথা। ব্লাডারের ক্ষতি হতে পারে। এমনকি এই ভাইরাস ক্ষতি করে দিতে পারে কিডনিরও।

বিশেষ করে মহিলাদের গোপনাঙ্গে শুরু হয় ইনফেকশন। পুরুষদেরও এই ইনফেকশন হয়। মহিলাদের দুর্গন্ধ-যুক্ত সাদা-স্রাব হতে পারে। ব্রণ, চুলকানি হতে পারে। তারপরেই শুরু হবে পেট ব্যথা।

আর এজন্য সবসময় টয়লেট পরিষ্কার থাকা বাধ্যতামূলক। পাবলিক টয়লেট থেকে ছড়াতে পারে এসটিডি (সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিসিস)।

বহু মানুষ পাবলিক টয়লেট ব্যবহার করেন। আর যদি কোমড হয় তবে সরাসরি টয়লেট সিট শরীরের স্পর্শে আসে। আর সেখান থেকেই শরীরে আসতে পারে এই অসুখ। যতটা সম্ভব কোমডের সিটে না বসার চেষ্টা করতে হবে।

পুরুষদের প্রস্টেডের ব্যথা হতে পারে। ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করলে প্রস্টেড গ্লান্ডে ইনফেকশন হতে পারে! এর ফলে জ্বর পর্যন্ত আসতে পারে।

যেসব দিক মেনে চলবেন –

টয়লেট সিটে বসবেন তার আগে ভাল করে ইনফেকশন রোধক স্প্রে ব্যবহার করুন। শুকনো টিস্যু পেপার দিয়ে টয়লেট সিট দুপাশেই ভাল করে মুছে নিন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে