যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের ভয়াবহ দাবানলে, নিহত ৬

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩; সময়: ১১:১৩ পূর্বাহ্ণ |
যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের ভয়াবহ দাবানলে, নিহত ৬

পদ্মাটাইমস ডেস্ক : ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মাউই দ্বীপ। আগুনে পুড়ে সেখানে অন্তত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

আহত হয়েছেন আরও ২০ জন। মাউইয়ের প্রতিবেশী দ্বীয় বিগ আইল্যান্ডেও বেশ কিছু দাবানল জ্বলছে, যা হাওয়াই দ্বীপ নামেও পরিচিত। খবর বিবিসি ও সিএনএনের।

চারদিকে সমুদ্র বেষ্টিত হলেও হারিকেন ডোরার প্রভাবে বাতাসের তীব্রতা বাড়ায় মাউইয়ের দাবানল পরিস্থিতি ভয়াবহ হয়েছে।

দাবানল থেকে বাঁচতে মাউই দ্বীপের বেশ কয়েকজন বাসিন্দার সাগরে ঝাঁপিয়ে পড়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করার কথা জানিয়েছে মার্কিন কোস্টগার্ড।

মাউই কাউন্টির মেয়র রিচার্ড মিসেন ছয়জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আহত ২০ জনের মধ্যে একজন ফায়ার সার্ভিসের কর্মীও আছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান রিচার্ড মিসেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দাবালনের কারণে হাওয়াইয়ে কয়েক হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে মোবাইল পরিষেবাও।

যার ফলে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাওয়াইয়ের বিভিন্ন অংশে অন্তত সাতটি দাবানলের সৃষ্টি হয়েছে।

হ্যারিকেন ডোরার প্রভাবে দাবানল ভয়াবহ আকার ধারন করেছে। হেলিকপ্টারের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করা হলেও তীব্র বাতাসের কারণে কুলিয়ে ওঠা সম্ভব হচ্ছে না।

কর্তৃপক্ষ আশপাশের এলাকা খালি করেছে এবং রাস্তা বন্ধ করে দিয়েছে। এছাড়া হাজার হাজার উদ্বাস্তুকে আশ্রয় দিতে আশ্রয়কেন্দ্র খুলেছে। একটি জরুরি আদেশে জনপ্রিয় পর্যটন এলাকা মাউই আসতে নিরুৎসাহিত করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে