এক চার্জে ৩৪ দিন চলবে নকিয়ার এই ফোন

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩; সময়: ১১:০৬ পূর্বাহ্ণ |
এক চার্জে ৩৪ দিন চলবে নকিয়ার এই ফোন

পদ্মাটাইমস ডেস্ক : নতুন দুইটির মডেলের মিউজিক ফোন আনল নকিয়া। এগুলো হলো নকিয়া ১৩০ মিউজিক এবং নকিয়া ১৫০ মডেল।

নকিয়া ১৩০ মিউজিক ফোনটি পাওয়া যাবে মোট তিনটি কালার অপশনে। ডার্ক ব্লু, পার্পল এবং লাইট গোল্ড কালারে হ্যান্ডসেটটি কেনা যাবে।

ভারতের এর দাম ১৮৪৯ রুপি। অন্যদিকে নকিয়া ১৫০ মডেলের দাম ২৬৯৯। চারকোল, সিয়ান এবং রেড এই তিন রঙে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। দুটাই ফিচার ফোন। তবে এগুলোয় অত্যাধুনিক ফিচার রয়েছে।

নতুন ১৫০ মডেলে দেওয়া হয়েছে ১৪৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের রিমুভেবল ব্যাটারি। ১৩০ মিউজিকে রয়েছে ১৪৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটাারি রিমুভেবল নয়। নকিয়া ১৩০ মিউজিকে আছে ২.৪ ইঞ্চির ভিউভিজিএ ডিসপ্লে এবং ট্যাক্টাইল বিবোর্ড।

আপগ্রেডেড ১৪৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে, যা ঘণ্টার পর ঘণ্টা টক টাইম দিতে পারে এবং একবার চার্জে ৩৪ দিনের স্ট্যান্ডবাই টাইম দিতে পারে। সস্তার এই ফোনে রয়েছে এমপিথ্রি প্লেয়ার, এফএম রেডিও এবং মাইক্রোএসডি কার্ড সাপোর্ট।

ডুয়াল ব্যান্ড জিএসএম ৯০০/১৮০০ নেটওয়ার্কের উপরে ভিত্তি করে কাজ করে ফোনটি। এসডি কার্ড দিয়ে ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। মোট ২০০০ কন্ট্যাক্ট এবং ৫০০ এসএমএস স্টোর করে রাখতে পারে ফোনটি।

কানেক্টিভিটির দিক থেকে এই ফিচার ফোন ইক্যুইপ করা রয়েছে মাইক্রো ইউএসবি পোর্টের সঙ্গে। রয়েছে একটি স্ট্যান্ডার্ড ৩.৫ মিলিমিটার অডিও হেডফোন জ্যাক।

নকিয়া ১৫০ মডেলটি ডাস্ট ও স্প্ল্য়াশ প্রুফ রেটিং প্রাপ্ত। মেটালিক নেভি কী এরিয়া, খুব সহজে টাইপিংয়ের জন্য একটি ট্যাক্টাইল কি বোর্ড এবং পলিকার্বোনেট বিল্ড রয়েছে ফোনটিতে।

আগের মতো এই ফিচার ফোনেও রয়েছে আপগ্রেডেড ১৪৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। যা দিয়ে আপনি ২০ ঘণ্টার টাকটাইম এবং ৩৪ দিনের স্ট্যান্ডবাই টাইম পেয়ে যাবেন।

এই ফিচার ফোনে রয়েছে ২.৪ ইঞ্চির ভিজিএ ডিসপ্লে, শক্তিশালী একটি লাউড স্পিকার এবং একটি এমপিথ্রি মিউজিক প্লেয়ার, যা ৩০ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক করতে পারে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে