টেকনোর এই ল্যাপটপ বিদ্যুৎ ছাড়াই ১৭ ঘণ্টা চলবে

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩; সময়: ১২:৩৪ অপরাহ্ণ |
টেকনোর এই ল্যাপটপ বিদ্যুৎ ছাড়াই ১৭ ঘণ্টা চলবে

পদ্মাটাইমস ডেস্ক : প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান টেকনো সাশ্রয়ী দামে নতুন ল্যাপটপ আনল। মডেল টেকনো মেগাবুক টি১। ডিভাইসটির বিশেষত্ব হচ্ছে এর পাওয়ার ব্যাকআপ। এই ল্যাপটপ একবার চার্জ দিলে টানা ১৭ ঘণ্টা বিদ্যুৎ ছাড়াই চালানো যাবে।

টেকনোর নতুন ল্যাপটপে ১৫.৬ ইঞ্চির আইপিএস ডিসপ্লে রয়েছে। এতে ফুল এইচডি রেজুলেশন মিলবে। ডিসপ্লেতে ৩৫০ নিটস ব্রাইটনেস পাওয়া যাবে।

মেগাবুক টি১ ল্যাপটপে একটি ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং একটি ২ এমপি ওয়েবক্যামসহ একাধিক কানেকশন ফিচার দেওয়া হয়েছে।

নতুন এই ল্যাপটপ পাওয়া যাবে তিনটি ভার্সনে। একটিতে থাকছে ইনটেল ১১ জেনারেশনের কোর আই ৩ প্রসেসর, কোর আই ৫ প্রসেসর এবং কোর আই সেভেন প্রসেসর। এছাড়াও ডিভাইসটিতে ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।

ল্যাপটপটি টিইউভি রেইনল্যান্ড আই কমপোর্ট সার্টিফিকেশন। ল্যাপটপ চলবে ইউন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে। এছাড়াও ল্যাপটপে ডিটিএস ইমারসিভ সাউন্ড সহ একটি ডুয়াল স্পিকার, সেইসঙ্গে এআই নয়েজ ক্যান্সেলেশনসহ ডুয়াল মাইক্রোফোন রয়েছে।

কানেকশনের জন্য, মেগাবুক টি১ এ দুইটি ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। আরও আছে ৩.১ পোর্ট, এইচডিএমআই পোর্ট এবং ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ওয়াইফাই ৬ এবং একটি টিএফটি কার্ড রিডার।

টেকনোর নতুন ল্যাপটপে একটি ২ মেগাপিক্সেলের ওয়েবক্যাম এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। টেকনোর নতুন ল্যাপটপটিটির পুরুত্ব ১৪.৮ মিলিমিটার এবং ওজন ১.৪৮ কেজি।

এই ল্যাপটপে একটি ৭০ ওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে, যা একটি ৬৫ ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার ব্যবহার করে চার্জ করতে পারবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে