সালাহতে নজর সৌদি ক্লাবের

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৩; সময়: ১২:৪৮ অপরাহ্ণ |
খবর > খেলা
সালাহতে নজর সৌদি ক্লাবের

পদ্মাটাইমস ডেস্ক : ইংলিশ ক্লাব লিভারপুলে মোহাম্মদ সালাহর আয় সপ্তাহে ৪ লাখ ৮ হাজার ইউরো। আর সৌদি আরবের ক্লাবে গেলে একদিনেই পাবেন এই অর্থ।

শুনতে অবিশ্বাস্য মনে হলেও মিশরীয় এই ফরোয়ার্ডের জন্য এমনই এক প্রস্তাবনা নিয়ে হাজির হয়েছে সৌদি লিগের ক্লাব আল-ইত্তিহাদ। আর এমন বিপুল অঙ্কের অর্থে নাকি মনও গলেছে ইজিপশিয়ান কিং খ্যাত সালাহর।

কদিন আগেই শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ মৌসুম। গেল ৬ মৌসুমের মত এবারেও সালাহর উপর বিশেষভাবে নির্ভর করছেন লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ।

কিন্তু, ক্লপের কপালে দুশ্চিন্তা বাড়াচ্ছে সৌদি ক্লাব আল-ইত্তিহাদ। করিম বেনজেমার সঙ্গী হিসেবে ইউরোপের পরীক্ষিত কোন তারকাকে দলে টানতে চায় ক্লাবটি। আর এজন্য প্রথম পছন্দ মিশরের মোহাম্মদ সালাহ।

সালাহকে দলে পেতে রীতিমত দৌড়ঝাঁপ শুরু করেছে আল-ইত্তিহাদ। দলের কোচ নুনো এস্পারিতো সান্তোর সঙ্গে বেনজেমার সম্পর্ক ভাল নেই। বাড়তি একজন স্ট্রাইকার পেলে দল গোছানো সহজ হবে তার জন্য।

এমন অবস্থায় নিজেদের সর্বোচ্চটাই দিতে রাজি আল-হিলাল কর্তৃপক্ষ। এমনকি সালাহর এজেন্টদের সঙ্গেও তাদের বৈঠক শেষ হয়েছে। এরপরেই ইতিবাচক সায় দিতে রাজি হয়েছেন সালাহ।

কিন্তু লিভারপুলও কম যায় না। ইএসপিএন সূত্রে খবর, সৌদি ক্লাবটিকে সরাসরিই জানিয়ে দিয়েছে, ‘সালাহ ইজ নট ফর সেল’।

সেপ্টেম্বরের এক তারিখ ইউরোপিয়ান দলবদলের শেষদিন। এর আগে পর্যন্ত মিশরীয় তারকার জন্য যেকোন অর্থের প্রস্তাবকেই ফিরিয়ে দিবে অলরেডরা।

সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ জানিয়েছে, ৬০০ মিলিয়ন ইউরোয় এর আগে সালাহকে কেনার কথা ভেবেছিল আল ইত্তিহাদ। ৩১ বছর বয়সী এ তারকার সঙ্গে ২ বছরের চুক্তিতে মোট ১৬০ মিলিয়ন ইউরোর পারিশ্রমিক দিতে চেয়েছিল ক্লাবটি।

সৌদি ক্লাবে যোগ দিলেই থাকছে একের পর এক বোনাস। তবে সালাহকে যেকোন প্রকার বোনাস বাদে শুধু বেতন হিসেবে সালাহকে ৭ কোটি ৫৭ লাখ ইউরো দিতে চেয়েছে আল ইত্তিহাদ।

এর সঙ্গে থাকবে আয়ের বিভিন্ন খাত, যা বেতনের চেয়েও অনেক বেশি। তবে লিভারপুলের শক্ত বার্তা, কোনভাবেই সালাহকে ছাড়তে রাজি নয় তারা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে