২০১৯ বিশ্বকাপের মানসিকতায় ফিরতে চান রোহিত

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩; সময়: ১০:৫৫ পূর্বাহ্ণ |
খবর > খেলা
২০১৯ বিশ্বকাপের মানসিকতায় ফিরতে চান রোহিত

পদ্মাটাইমস ডেস্ক : আগামীকাল থেকে শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। যেটাকে বিশ্বকাপের প্রস্তুতিমঞ্চ হিসেবে দেখা হচ্ছে। অক্টোবরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। সব দলের মূল লক্ষ্য সেটাই। আর সে জন্য এবারের এশিয়া কাপ হচ্ছে ওয়ানডে ফরম্যাটে।

এদিকে বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ভারতীয় দলের ওপর যে বাড়তি চাপ থাকবে, সেটা নতুন কিছু নয়। সামান্য ব্যর্থ হলেই নানা রকমের কথাবার্তা শোনা যাবে। তবে ভারত অধিনায়ক রোহিত শর্মা বাইরের কথায় কান দিতে নারাজ।

তিনি নিজেকে শান্ত রেখে দলকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে চান। এশিয়া কাপের আগমুহূর্তে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ‘কিভাবে আমি নিজেকে শান্ত রাখছি সেটাই গুরুত্বপূর্ণ।

বাইরের এমন কিছু নিয়ে মাথা ঘামাতে চাই না, যেটা আমার ওপর ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলবে। সব দরজা বন্ধ রাখতে চাই। ২০১৯ বিশ্বকাপের আগে যে রকম মানসিকতা ছিল, সে রকমই রাখতে চাই।’

‘সেই বিশ্বকাপের আগে মানসিকভাবে দারুণ জায়গায় ছিলাম। প্রস্তুতিও ভালো হয়েছিল। খুব ভালো লেগেছিল খেলার সময়। সেই জায়গা ফিরে যেতে চাই।

২০১৯ বিশ্বকাপের আগে ঠিক কী কী করেছিলাম সেটা মনে করতে চাই। ক্রিকেটার এবং মানুষ হিসেবে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে চাই।

এক দশক হয়ে গেল ভারত কোনো আইসিসি ট্রফি জিততে পারে না। গত বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল।

আসন্ন বিশ্বকাপের ফলাফল যা-ই হোক না কেন, ক্রিকেটার হিসেবে যে তিনি বদলে যাবেন না সেই আশ্বাস দিয়েছেন রোহিত, ‘রাতারাতি কেউ সফল বা ব্যর্থ হতে পারে না। এক মাসের ক্রিকেট ব্যক্তি হিসেবে আমাকে বদলাতে পারবে না। গত ১৬ বছরেও মানুষ হিসেবে বিশেষ বদলাইনি।

আপাতত আমার লক্ষ্য আগামী দুই মাসে নিজের এবং দলের জন্য কী অর্জন করতে পারি। সংখ্যায় বিশ্বাস করি না। সামনে যে সময়টা রয়েছে সেটা উপভোগ করাই আমার লক্ষ্য। অনেক স্মৃতি তৈরি করতে চাই।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে