রাবির সোহরাওয়ার্দী হলে খাসি গলাধঃকরণ উৎসব

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৩; সময়: ৩:৩২ অপরাহ্ণ |
রাবির সোহরাওয়ার্দী হলে খাসি গলাধঃকরণ উৎসব

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহিদ সোহরাওয়ার্দী হলের খাসি গলাধঃকরণ ব্লক কর্তৃক খাসি গলাধঃকরণ উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার ব্লকের প্রবীণ বিদায় উপলক্ষে এমন ভিন্নধর্মী আয়োজন করে খাসি গলাধঃকরণ ব্লকের বিভিন্ন বর্ষের আবাসিক শিক্ষার্থীরা।

এই উৎসব সম্পর্কে হলের আবাসিক শিক্ষার্থী সজীব কুমার ঘোষ জানান, ‘আমাদের ব্লকে আমারা ঐতিহ্যগত ভাবেই প্রবীণদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের অগমন উপলক্ষে এ ধরনের অয়োজন করে থাকি।

তারই ধারাবাহিকতায় এবারো আমরা প্রবীণদের বিদায় উপলক্ষে আমাদের এই আয়োজন করেছি,আশা করছি আমাদের অনুজরাও এই ধারা অব্যাহত রাখবেন।’

বিদায়ী শিক্ষার্থী অমিত কুমার মল্লিক বলেন, এটা আমাদের ব্লকের ঐতিহ্য যা দীর্ঘদিন ধরে চলে আসছে। এমন একটি মনোরম উৎসব এবং এই ব্লকের সদস্য হতে পেরে গর্বিত বোধ করি।

এছাড়াও এই অনুষ্ঠানে অনেক সাবেক শিক্ষার্থীর’ অংশগ্রহণ করেছেন বলে জানা যায়। এই উৎসবকে কেন্দ্র করে ব্লকটিকে বর্ণিলভাবে সাজানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে