নেতানিয়াহুর বিপক্ষে ৮০ শতাংশ ইসরায়েলি

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩; সময়: ৪:০২ অপরাহ্ণ |
নেতানিয়াহুর বিপক্ষে ৮০ শতাংশ ইসরায়েলি

পদ্মাটাইমস ডেস্ক : ইসরায়েলের ৮০ শতাংশ মানুষ বেনিয়ামিন নেতানিয়াহুর বিপক্ষে। শুধু তাই নয়, তারা মনে করেন, হামাসের হামলার ঘটনায় নেতানিয়াহু দায়ী।

ইসরায়েলের সংবাদমাধ্যম ডেইলি মারিভের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। ডেইলি মারিভের জরিপে দেখা গেছে, ৬৫ শতাংশ ইসরায়েলি গাজায় স্থল অভিযানের পক্ষে মত দিয়েছেন।

অন্যদিকে এ অভিযানের বিপক্ষে মত দিয়েছেন ২১ শতাংশ ইসরায়েলি। এতে উঠে এসেছে, ৮০ শতাংশ ইসরায়েলি হামাসের হামলার ঘটনায় ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করেছন।

অন্যদিকে ৮ শতাংশ সাধারণ মানুষ মনে করেন, তিনি হামলার ব্যাপারে দায়ী নয়। এ ছাড়া ৬৯ শতাংশ ভোটার গত বছরের লিকুদ পার্টির প্রধান নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন।

পশ্চিম জেরুজালেম থেকে আলজাজিরার সাংবাদিক আলন ফিসার জানান, নেতানিয়াহুর জন্য এটি ভালো সংকেত নয়। তিনি নিজেকে বিশ্বনেতা দাবি করেন। অথচ ইসরায়েলের মানুষ মনে করে, তার পতনের সময় হয়ে গেছে।

জরিপে দেখা গেছে, ৫১ শতাংশ ইসরায়েলি চান লেবানন সীমান্তে বড় আকারের সামরিক অভিযান চালানোর জন্য।আলজাজিরা জানিয়েছে, এ জরিপটি লেজার ইনস্টিটিউটে গত বুধবার ‍ও বৃহস্পতিবার নেওয়া হয়েছে। এতে অংশ নিয়েছেন ৫১০ জন ব্যক্তি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে