কেশরহাটে প্রবীণ পূর্ণমিলনী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩; সময়: ১২:৪১ অপরাহ্ণ |
খবর > খেলা
কেশরহাটে প্রবীণ পূর্ণমিলনী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মোহনপুরের কেশরহারটে প্রবীণ পূর্ণমিলনী ক্রিকেট টুর্নামেন্ট-২৩ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ অক্টোবর) বিকালে কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে খেলার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জানা যায়, গত ১৩ অক্টোবর কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে “প্রবীণ পূর্ণমিলনী ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ ইং” খেলা শুরু হয়। পর্যায়ক্রমে ৪ দলের খেলা শেষে বিজয়ী হলেন প্রতিভা সংঘ হরিদাগাছি ক্রিকেট দল।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছেন ‘গোপইল পাইলট ক্রিকেট দল’ এবং ‘প্রতিভা সংঘ হরিদাগাছি ক্রিকেট দল’। টসে জিতে ব্যাট করেছেন ‘গোপইল পাইলট ক্রিকেট দল’ প্রথম ইনিংসে খেলা শেষে তারা ১১৩ রান করেন। পরে প্রতিভা সংঘ হরিদাগাছি ক্রিকেট দল ব্যাট করে ১০ অভার ৪ বলে ১১৪ রান করে বিজয়ী হোন তারা।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশরহাট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, কেশরহাট বাজার বনিক সমিতির সভাপতি সাদ আক্কাস, সহ-সভাপতি মাহাবুর আলম, কোষাধাক্ষ্য ওসমান আলী, সহ-সাধারণ সম্পাদক আক্কাস আলী, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মিঠু, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন মুন, ক্রিয়া সম্পাদক মহসিন আলী, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আবু কালাম, সদস্য এনামুল হক, মাসুদ রানা, মোস্তাফিজুর রহমান।

উক্ত টুর্নামেন্টে আম্পায়েরিং করেন আল আমিন (ফরিদ) ও মাহফিজুর রহমান আকাশ, ধারাভার্ষকার হিসেবে ছিলেন, জাহাঙ্গীর আলম, শাহ্ আলম, শরিফুর ইসলাম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে