গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করলো ইসরায়েল

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩; সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ |
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করলো ইসরায়েল

পদ্মাটাইমস ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছাতে যুক্তরাষ্ট্রের ‘অস্থায়ী যুদ্ধবিরতি’র প্রস্তাবে অসম্মতি জানিয়েছে ইসরায়েল।

হামাসের জিম্মায় থাকা ২৪০ জনের বেশি জিম্মিদের মুক্তি না দিলে গাজায় কোনও ধরনের অস্থায়ী বিরতির দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

গাজায় ‘অস্থায়ী যুদ্ধবিরতি’ নিয়ে আলোচনা করতে শুক্রবার তেল আবিব সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে পৌঁছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে এসব কথা বলেন নেতানিয়াহু।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, যে প্রস্তাবে ইসরায়েলের সব জিম্মিকে ছাড়ানোর শর্ত নেই সেই যুদ্ধবিরতির প্রস্তাবের বিরোধিতা করে ইসরায়েল। তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় ‘পুরোদমে’ হামলা অব্যাহত থাকবে।

নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, গাজায় কোনও জ্বালানি প্রবেশ করতে দেবে না ইসরায়েল।

ব্লিঙ্কেনের সফরের দিনেও গাজার একাধিক স্থানে ইসরায়েলের হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। সর্বশেষ গাজায় অ্যাম্বুলেন্স বহরে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। এতে ১৫ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছে।

গত ৭ অক্টোবর হামলা চালিয়ে প্রায় ২৫০ ইসরায়েলিকে বন্দি করে নিয়ে আসে সশস্ত্র গোষ্ঠী হামাস। এর প্রতিক্রিয়ায় হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়ে গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল বাহিনী। গত ২৮ অক্টোবর থেকে স্থল হামলাও শুরু করেছে তারা।

শুক্রবার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় এখন পর্যন্ত ৯ হাজার ২২৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৮২৬ জন শিশু।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে