উন্নয়ন হতে হবে টেকসই ও দুর্নীতিমুক্ত : পলক
নিজস্ব প্রতিবেদক, নাটোর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের যেকোন উন্নয়ন হতে হবে টেকসই ও দুর্নীতিমুক্ত। এছাড়া উন্নয়ন কার্যক্রমে জীব বৈচিত্র রক্ষা হয় সেদিকটা খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশে অভুতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়ন বৈষম্যমুক্ত সুষম উন্নয়ন। দুর্নীতি যাতে উন্নয়নকে ব্যাহত না করে, সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি আছে। আগামীতে উন্নয়নের ধারা আরও গতিশীল হবে।
রোববার রাতে নাটোরের সিংড়ায় প্রতিমন্ত্রীর বাসভবনে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন সংক্রান্ত বিষয়সহ স্থানীয় উন্নয়ন চিন্তা নিয়ে সুপারিশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
পলক বলেন, আমরা উন্নয়নের পাশাপাশি আগামীতে কর্মসংস্থানের উপর গুরুত্ব আরোপ করছি। আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে ইশতেহার প্রণয়নের কাজও চলছে।
মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যম কর্মীরা তাদের মতামত এবং সুপারিশ তুলে ধরেন। সুপারিশ মালা গ্রহণ করে প্রতিমন্ত্রী পলক সাংবাদিকসহ গণমাধ্যম কর্মীদের পরামর্শের ভিত্তিতেই সিংড়া নির্বাচনী এলাকার জন্য ইশতেহার প্রণয়ন করবেন বলে প্রতিশ্রুতি দেন।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত ২৭ জন সাংবাদিক তাদের বক্তব্যে উন্নয়ন চিন্তা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।
সভায় অন্যান্যের মধ্যে সিংড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক মওলানা রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।