ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃ’ত্যু
নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও করিমনের মধ্যে সংঘর্ষে আহত আরও একজন মারা গেছেন। নিহত ব্যক্তির নাম সিয়াম সরদার (১৬)।
সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিয়াম। এতে ওই দুর্ঘটনায় মোট নিহত হলেন দুইজন। সোমবার সকালে ঈশ্বরদী-ঢাকা-পাবনা সড়কের বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের শিহাব সরদারের ছেলে। ঈশ্বরদী ভোকেশনাল টেক্সটাইলের নবম শ্রেণির শিক্ষার্থী।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার।
দুর্ঘটনায় সিয়ামের মৃত্যুর পর মোটরসাইকেল আরোহী একমাত্র বিশাল হোসেন জীবিত রয়েছে। সে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।
প্রসঙ্গত, দাশুড়িয়া থেকে ঈশ্বরদী অভিমুখী একটি মোটরসাইকেল অনেক গতিতে যাচ্ছিল। অপরদিকে বিপরীতে দিক থেকে গরু বহনকারী একটি করিমন হঠাৎ সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়।
এতে ঈশ্বরদী ভোকেশনাল টেক্সটাইলের তিন শিক্ষার্থী ছিটকে পরে মিতুল ঘটনাস্থলে মারা যায়। সিয়াম ও বিশাল গুরুতর আহত হয়।
পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহীতে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিয়ামের মৃত্যু হয়।