রাবি এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন সমিতির নেতৃত্বে মেহেদী ও হাসিব

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩; সময়: ২:১০ অপরাহ্ণ |
রাবি এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন সমিতির নেতৃত্বে মেহেদী ও হাসিব

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি এ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ভিপি নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান এবং জিএস নির্বাচিত হয়েছেন আবুল হাসনাত হাসিব।

মঙ্গলবার (৭ নভেম্বর) এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সমিতির নিয়মানুযায়ী সমিতির সভাপতি পদাধিকার বলে বিভাগের সভাপতি এবং কোষাধ্যক্ষ হবেন বিভাগের একজন শিক্ষক এবং সহ-সভাপতি (ভিপি) এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হবেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবারের কমিটিতে সভাপতি হয়েছেন বিভাগের সভাপতি প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান এবং কোষাধ্যক্ষ ড. মেসবাউস সালেহীন। এবং সিনিয়র সদস্য হিসেবে আছেন সালমান আকন্দ।

কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহেদী হাসান, ক্রীড়া সম্পাদক ইখতিকার উদ্দীন রনি, সাংস্কৃতিক সম্পাদক শ্রী স্বর্ণা রানী সরকার এবং সদস্য হিসেবে রয়েছেন শ্রেয়া বিশ্বাস, কাউসার আলী, আশফাক বল মাহমুন জাহিন, জেরিন তাসনিম জিনিয়া, আল আমিন এবং প্রীতা সরকার।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে