মোহনপুরের মৌগাছী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা কর্মকর্তাবৃন্দ

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৩; সময়: ৬:৪৮ অপরাহ্ণ |
মোহনপুরের মৌগাছী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা কর্মকর্তাবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে বিদ্যালয় ও ষষ্ঠ-সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরিদর্শন করেছেন শিক্ষা কর্মকর্তাবৃন্দ। বৃহস্পতিবার উপজেলার মৌগাছী উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরিদর্শন করেছেন তারা।

পরিদর্শনকারি কর্মকর্তারা হলেন-রাজশাহী অঞ্চল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহকারি পরিদর্শক মো. রাশেদুল ইসলাম ও প্লাবন কুমার বর্মন এবং রাজশাহী অঞ্চল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জেলা প্রশিক্ষণ কো-অর্ডিনেটর (সংযুক্ত) মো. শাহাদাত হোসেন।

এরপর কর্মকর্তাবৃন্দ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও ম্যানেজিং কমিটির সভাপতির সাথে বিদ্যালয় ও নতুন ক্যারিকলাম বিষয়ে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুস সালাম, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ও সহকারি প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।

আরো উপস্থিত সিনিয়র সহকারি শিক্ষক নজরুল ইসলাম, ফজলুর রহমান, জিল্লুর রহমান, মামুনুর রশিদ, ওবাইদুর রহমান, উম্মে আয়শা, চামেলী রানী, আসমা খাতুন, শারমিন সুলতানা, আশরাফুল ইসলাম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে