গোদাগাড়ীতে দুইটি ট্রাকে হামলা চালিয়ে ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে অবরোধ সমর্থনকারীদের হামলায় দুটি ট্রাকে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার সোনাদিঘি নামক জায়গায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯ টার দিকে চাঁপাইনবাবগজ্ঞ থেকে ছেড়ে আসা ঢাকাগামী চাউল ভর্তি ট্রাক সোনাদিঘি মোড় পার হলে হঠাৎ করেই বেশ কিছু যুবক ট্রাকের সামনে ইট ছুড়ে আঘাত করে। এতে করে ট্রাকটির কাচ ভেঙে যায়। অপর দিকে সকাল ১০ টার দিকে একই স্থানে চাঁপাইনবাবগজ্ঞ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পেঁয়াজ ভর্তি ট্রাকে হামাল চালালে সেই ট্রাকটিরও কাচ ভেঙে যায়। এসময় ট্রাকের চালকরা দ্রুত গাড়ী চালিয়ে পালিয়ে আসলে রক্ষা পায়।
স্থানীয়রা ধারণা করছেন অবরোধ সমর্থনকারীরা মহাসড়কে এই ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে তবে তাদের কেউ চিনতে পারেননি।
গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, ট্রাকে হামলার ঘটনার শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। তবে দুটি ট্রাক নয়, একটি ট্রাকে ইট-পাটকেল মারার খবর আমরা জানি। ট্রাকটির তেমন ক্ষয়-ক্ষতি হয়নি। পুলিশ যাওয়ার আগে কাউকে পাওয়া যায়নি ফলে কাউকে সনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।