পানির নিচে ৩৮ জাদু দেখিয়ে রেকর্ড কিশোরীর

প্রকাশিত: ২৬-১১-২০২৩, সময়: ১০:৪৪ |
Share This

পদ্মাটাইমস ডেস্ক : সাগরের পানির নিচে জাদু দেখিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ১৩ বছর বয়সি মার্কিন কিশোরী অ্যাভেরি এমারসন ফিসার। সম্প্রতি সাগরের পানির নিচে ৩ মিনিটে ৩৮টি জাদু দেখিয়ে সবাইকে চমকে দেয় সে। আগের রেকর্ডটি ছিল মার্টিন রিজ নামে এক পেশাদার জাদুশিল্পীর দখলে, যিনি একই সময়ে ২০টি জাদু দেখিয়েছিলেন।

পানির নিচে ম্যাজিক দেখানোর একটি ভিডিও সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে ডুবরির পোশাক পরে এবং নাকে অক্সিজেন নল লাগিয়ে পানির নিচে একের পর এক ম্যাজিক দেখিয়ে যাচ্ছে অ্যাভেরি।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। লাইক করেছেন আট হাজারের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। সেই সঙ্গে এত কম বয়সে পানির নিচে অ্যাভেরির ম্যাজিকের প্রশংসাও করেছেন তারা।

পানির নিচে জাদুবিদ্যা দেখানোর কৃতিত্ব এই প্রথম নয়। অ্যাভেরির আগে এই কৃতিত্ব ছিল ব্রিটিশ ম্যাজেশিয়ান মার্টিন রিসের। ২০২০ সালে জলের নীচে টানা ২০টি জাদু দেখিয়ে গিনেস ওয়াল্ড রেকর্ডসে নাম তুলেছিল সে। করোনা মহামারির সময় পানির নিচে জাদু প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছিল অ্যাভেরি। তবে তখন নানান কারণে সম্ভব না হলেও এবার মার্টিনের সেই রেকর্ড এবার ভেঙে দিল।

ছোটবেলা থেকেই জাদুবিদ্যায় হাত পাকিয়েছে ১৩ বছরের মার্কিনি অ্যাভেরি এমারসন ফিসার। সেই সঙ্গে রপ্ত করেছিল সাঁতারও। সাঁতারে বেশ কয়েকবার পুরস্কার পেয়েছে সে। সাগরে ডুবরির পোশার পরে সাঁতার কেটেছে ৩০ বারের বেশি। জাদুর পাশাপাশি সাঁতারকে কাজে লাগিয়ে অসাধ্য সাধন করলো অ্যাভেরি। সূত্র-গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে