রাজশাহী-৩ আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩; সময়: ১:২৮ অপরাহ্ণ |
রাজশাহী-৩ আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার সকালে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ। একই সঙ্গে ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা এবং দুইজনের মনোনয়নপত্র পেন্ডিং রাখা হয়েছে। এ আসনে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

রিটানিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টি নেতা শাহবুদ্দিন বাচ্চু, মোহাম্মদ নিপু হোসেন ও গণফন্ট প্রার্থী মনিরুজ্জামান স্বাধীনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদের মধ্যে শাহবুদ্দিন অসম্পন্ন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও নিপু হোসেনের ভোটার তালিকা অসম্পর্ণ এবং মনিরুজ্জামান তিনটি আর্থীক প্রতিষ্ঠানের ঋণখেলাপী। এছাড়াও মনোনয়নপত্র পেন্ডিং রাখা হয়েছে এনপিপির সইবুর রহমান ও মুক্তিজোটের এনামুল হকের।

এ আসনে বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও জেলার সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, বিএনএম এর মনোনিত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান একেএম মতিউর রহমান মন্টু, জাতীয় পার্টির সোলাইমান হোসেন ও আব্দুস সালাম খান, বিএনএফের বজলুর রহমান।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে