রাজশাহী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩; সময়: ১:৪৮ অপরাহ্ণ |
খবর > নির্বাচন / শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-৪ (বাগমারা) আসনে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ। একই সঙ্গে তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা এবং দুইজনের মনোনয়নপত্র পেন্ডিং রাখা হয়েছে। এ আসনে সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
রিটানিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী এনামুল হক এমপি ও বিএনএম প্রার্থী সাইফুল ইসলাম রায়হানের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। আর পেন্ডিং রাখা হয়েছে এনপিপর প্রার্থী জিন্নাতুল ইসলাম জিন্না ও জাতীয় পার্টির প্রার্থী আবু তালেব প্রামানিকের। আর নমুনা স্বাক্ষার সঠিক না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বাবুল হোসেন।