তিন ম্যাচ জয়হীন বার্সেলোনা

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩; সময়: ১২:১৯ অপরাহ্ণ |
খবর > খেলা
তিন ম্যাচ জয়হীন বার্সেলোনা

পদ্মাটাইমস ডেস্ক : টানা তিন ম্যাচ জয়হীন রয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। জিরোনা ও রয়েল এন্টওয়ার্পের বিপক্ষে হারের পর এবার ড্র করেছে কাতালোনিয়ার দলটি। ভ্যালেন্সিয়ার মাঠে এগিয়ে গিয়েও জয় তুলে নিতে পারল না জাভি হার্নান্দেজের শিষ্যরা।

শনিবার (১৬ ডিসেম্বর) রাতে লা লিগার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। একের পর এক পয়েন্ট হারিয়ে রীতিমতো ধুঁকছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার চারে নেমে গেছে বার্সা।

ভালেন্সিয়ার মেস্তেলায় ৬৪ শতাংশ বল দখলের পাশাপাশি গোলপোস্টে ৮টি শট রাখে বার্সেলোনা। কিন্তু জালের দেখা পায় কেবল একটি শট।

দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হারায় ভ্যালেন্সিয়া। ১৮তম মিনিটে ২৫ গজ দূর থেকে নেওয়া রবার্ট লেভানডস্কির শট ফিরিয়ে দেন ভ্যালেন্সিয়া গোলকিপার।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় বার্সেলোনা। ৫৫ মিনিটে ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রস ডি-বক্সে নিয়ন্ত্রণে নেন রাফিনিয়া। দারুণ দক্ষতায় দূরের পোস্টে দাঁড়িয়ে থাকা জোয়াও ফেলিক্সকে পাস দেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

ঠান্ডা মাথায় বল জালে জড়ান পর্তুগিজ ফরোয়ার্ড। কিন্তু লিড ধরে রাখতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৭০ মিনিটে মিডফিল্ডার হুগো গুইলামনের গোলে ১-১ সমতায় ফেরে ভ্যালেন্সিয়ার। শেষ পর্যন্ত এই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে দুদল।

চ্যাম্পিয়ন্স লিগের পরে লা লিগায় জয় না পাওয়ায় বেশ চাপে রয়েছেন জাভি হার্নান্দেজ। বর্তমানে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে জিরোনা। ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ ও ৩৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে তিনে অ্যাতলেটিকো মাদ্রিদ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে