এনআরবি ব্যাংকের মোহনপুরে কৃষি ঋণের চেক বিতরণ

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩; সময়: ২:৪৩ অপরাহ্ণ |
এনআরবি ব্যাংকের মোহনপুরে কৃষি ঋণের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর :  এনআরবি ব্যাংকের অর্থায়নে ৪% রেয়াতী হারে প্রান্তিক কৃষকদের মাঝে মোহনপুরে প্রকাশে কৃষি ঋণের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ১১ টায় আত্রাই কলেজ মোড় চত্তরে ঋণ বিতরণ সভাপতিত্ব করেন এন আরবি ব্যাংক এর রাজশাহী শাখা প্রধান মাহাতাব হোসেন। স্বাগত বক্তব্য প্রদানে করেন এন আরবি ব্যাংক এজেন্ট আউটলেট আস্থা এন্টারপ্রাইজ সত্বাধীকারী সেলিনা আকতার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী পরিচালক সাফায়াত আরেফীন তিনি বক্তব্যে প্রদানে বলেন দেশের অধিকাংশ কৃষি উপর নির্ভরশীল তাই কৃষিকে আর উন্নত করতে কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করতে পারলেই বাংলাদেশ সত্যিকার অর্থেই সোনার বাংলায় রুপান্তরিত হবে। এন আর বি ব্যাংক বর্তমানে সেই কাজটিই করে যাচ্ছে।

এ ছাড়াও দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে দেশব্যাপি কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণে ভূমিকা রেখে যাচ্ছে। দেশের এসএমই অর্থায়নে এন আর বি ব্যাংক বলিষ্ঠ ভুমিকা বর্তমানে বেশ উল্লেখযোগ্য।

বিশেষ অতিথি ছিলেন এন আর বি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহীন হাওলাদার, এস এম ই ও কৃষি ব্যাংকিং প্রধান এ এম জাহেদ, প্রধান শিক্ষক কামরুজ্জামান, প্রধান শিক্ষক এম,এ কাইউম সহ সুধীজন কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আট লক্ষ পঞ্চাশ টাকা সতের জন প্রান্তিক কৃষকদের প্রত্যেকে পঞ্চাশহাজার টাকার চেক প্রদানের মাধ্যমে প্রকাশ্যে ঋণ প্রদান করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে