‘শেখ হাসিনা এদেশের নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করেছেন’

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩; সময়: ৪:৪৬ অপরাহ্ণ |
‘শেখ হাসিনা এদেশের নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করেছেন’

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুর-১ কচুয়া আসনের নৌকা প্রতীকে ভোট চেয়ে দিনভর গনসংযোগ ও প্রচারণা করেছেন নৌকার প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

শুক্রবার উপজেলার সাচার বাজার জোয়ারীখোলা, রাগদৈল, বজুরীখোলাসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন তিনি।

এসময় সেলিম মাহমুদ বলেন, শেখ হাসিনা এদেশের নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। আমাদের দেশে মেয়েদের সামনে আসা এবং এগিয়ে যাওয়ার বিষয়টি সহজ ছিলো না। নারীদের অধিকার নিশ্চিত এবং সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ পদে মহিলাদের সুযোগ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, নারীরা যাতে কোনো ভাবে অবহেলিত ও সুবিধাবিঞ্চিত না হয় সেজন্য বিভিন্ন ভাতা চালু করেছেন বর্তমান সরকার। তাই ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে পূনরায় শেখ হাসিনাকে জয়ী করতে হবে।

এসময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, পৌর মেয়র নাজমুল আলম স্বপন,ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান মনির হোসেন, আওয়ামী লীগ নেতা জিএম আতিকুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য সালাউদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে