বাগমারার গনিপুরে নৌকার প্রার্থী কালামের গণসংযোগ

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩; সময়: ১১:৪৫ অপরাহ্ণ |
বাগমারার গনিপুরে নৌকার প্রার্থী কালামের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারনা চালিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্নস্থানে গণসংযোগ করে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ দলীয় নেতৃবৃন্দ কে সঙ্গে নিয়ে সকাল থেকেই ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় তিনি বেশ কয়েকটি স্থানে পথসভাও করেন।

পথসভায় কঠোর হুশিয়ারি দিয়ে আবুল কালাম আজাদ বলেন, কোনো অপশক্তি নৌকার বিজয় ঠেকাতে পারবে না। বাগমারায় নৌকার জয় সুনিশ্চিত। নৌকার পক্ষে বাগমারা জনস্রোত সৃষ্টি হয়েছে। নৌকার মাঝি পরিবর্তনে মধ্য দিয়ে এ আসনের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে অনেক আগেই। এবার তারা মুখিয়ে আছে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করা অপেক্ষায়।

তিনি বলেন, বিজয় নিশ্চিত জেনে স্বতন্ত্র প্রার্থী নানা কূটকৌশল অবলম্বন করছে। জনপ্রিয়তা হারিয়ে এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। বাগমারাবাসী এর বিরুদ্ধে জবাব দিব ৭ জানুয়ারি। সবচেয়ে বড় জবাবটা তিনি পাবেন ব্যালটের মাধ্যমে।

গণসংযোগকালে তিনি গনিপুর ইউনিয়নের আচিনঘাট পাঁচপীর সাহেব (রাঃ) এর মাজার ও মহব্বতপুর খোরশানি দরবার শরীফ মাজার জিয়ারত শেষে আচিনঘাট মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। এসময় একটি পথসভায় স্থানীয় নারী পুরুষ সহ দলীয় নেতা কর্মী ও সর্বস্তরের জনসাধারন ব্যপক উৎসাহ নিয়ে অংশ গ্রহন করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে