প্রস্তুত বাগমারা, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৪; সময়: ১:৫৮ অপরাহ্ণ |
প্রস্তুত বাগমারা, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক : ১৮ দিনের প্রচারণা শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। শনিবার (৬ জানুয়ারি) কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

রাজশাহী-৪ (বাগমারা) আসনের নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে সকাল থেকেই উপজেলার নির্বাচন অফিসে ভিড় করে আনসার ও পুলিশ সদস্যরা।

১২২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিতে সকালে প্রিসাইডিং অফিসার, আনসার এবং পুলিশ সদস্যরা ভিড় করে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়।

এদিকে স্থানীয়রা ভোটের দিনের পরিবেশ নিয়ে বেশ চিন্তিত । তারা বলছে প্রচার প্রচারণার সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে বাগমারায়। এখন দেখার বিষয় ভোটের দিন পরিবেশ কেমন থাকে। যদি পরিবেশ সুষ্ঠু থাকে তবে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিব।

তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সুষ্ঠু পরিবেশ ধরে রাখতে সব রকমের প্রস্তুতি নিয়েছে তারা। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসার আহ্বান তাদের।

এদিকে রাজশাহী-৪ আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ৬ জন। এখানে মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৩৫২ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৮৪৯ জন এবং নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৫০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন। বাগমারায় মোট ভোট কেন্দ্র ১২২ টি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে