নওগাঁয় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৪; সময়: ২:০৩ অপরাহ্ণ |
নওগাঁয় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নওগাঁয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আয়োজনের শেষ প্রস্তুতি চলছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। আজ বেলা ১২টা থেকে স্ব স্ব উপজেলার সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং কর্মকর্তা, ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও আনসার ভিডিপির সদস্যরা এসব সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।

জেলার ৬৫০টি কেন্দ্রে সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে ভোটার যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন তারও সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। এছাড়াও পুলিশের পাশাপাশি জেলাজুড়ে র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।

এদিকে আজ সকালে পুলিশ লাইনে নির্বাচনের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্রিফ করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল। এ সময় তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে