গাজায় যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইউরোপের নতুন প্রচেষ্টা

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৪; সময়: ২:২১ অপরাহ্ণ |
গাজায় যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইউরোপের নতুন প্রচেষ্টা

পদ্মাটাইমস ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের যুদ্ধের তিন মাস পার হয়েছে। এত দিন হলেও সেখানে যুদ্ধ থামেনি। থেমে নেই ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিলও।

হামলা থেকে বাঁচতে লাখ লাখ ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়ে উপত্যকার দক্ষিণে আশ্রয় গ্রহণ করছেন। অস্থায়ী এসব আশ্রয়কেন্দ্রে গাদাগাদি করে বসবাস করছেন ফিলিস্তিনিরা।

পর্যাপ্ত ত্রাণসহায়তার অভাব এবং স্বাস্থ্যব্যবস্থা ধসে পড়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। এ ছাড়া গাজা যুদ্ধের প্রভাব পড়েছে অধিকৃত পশ্চিম তীরেও।

সেখানের পরিস্থিতিও দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে। সব দিক বিবেচনায় নিয়ে যুদ্ধ থামাতে নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা হাতে নিয়েছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আগামী শুক্রবার এক সপ্তাহের সফরে মধ্যপ্রাচ্যে যাবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শুক্রবার তিনি তুরস্কে অবতরণের মধ্য দিয়ে এই সফর শুরু করবেন।

এরপর তিনি ইসরায়েল, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও মিসরে যাবেন। এমনকি অধিকৃত পশ্চিম তীরেও যাবেন তিনি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এবারের সফর কারও স্বার্থে নয়। এই অঞ্চল (মধ্যপ্রাচ্য) বিশ্ব বা ইসরায়েলের জন্য নয়। এবার সফর হবে এই যুদ্ধ যেন গাজার বাইরে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করা।

শুধু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী নয় ইউরোপীয় ইউনিয়েনের পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেলও মধ্যপ্রাচ্য সফর করবেন। শুক্রবার তার লেবানন সফরের কথা রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে