রাজশাহীতে সুষ্ঠ ভাবেই চলছে ভোট গ্রহণ

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪; সময়: ৯:০৭ পূর্বাহ্ণ |
রাজশাহীতে সুষ্ঠ ভাবেই চলছে ভোট গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে সকাল ৮ টা থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

সকাল সকাল অল্প সংখ্যক নারী-পুরুষ ভোটার আসতে শুরু করে। আস্তে আস্তে ভোটারদের উপস্থিতি বাড়ে। এজন্য কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও আনসার ভোটারদের ভোট কেন্দ্র যেতে ও বুথে প্রবেশ করতে সহযোগিতা করছে।

রাজশাহী-( গোদাগাড়ী-তানোর) আসনের গোদাগাড়ী উপজেলার কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটররা ভোট দিতে আসছে এবং নির্বিঘ্নে ভোট দিয়ে বের হয়ে যাচ্ছে।

ভোটার আব্দুর রাজ্জাক বলেন, ভোট দিতে কোন অসুবিধা হয়নি। কোন সমস্যাও হয়নি। ভোট যারা নিচ্ছে তারা খুব আন্তরিক। আরেক ভোটার আফজান বলেন, শুরুতেই লাইন ধরে ভোট দিলাম। ভোট দ্রুত গ্রহণ করা হচ্ছে।

গোদাগাড়ী উপজেলার সহকারী রিটার্নিং অফিসার আতিকুল ইসলাম বলেন, ভোট সুষ্ঠ ভাবে গ্রহণের জন্য সকল নির্দেশনা দেওয়া হয়েছে।

কেউ বিশৃঙ্খলা করলে ছাড়া দেওয়া হবে না। তিনি ভোটারদের নির্বিঘ্নে আসতে আহ্বান জানিয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে