বাগমারায় শিক্ষকদের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি অধ্যক্ষ কালাম আজাদকে শুভেচ্ছা

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৪; সময়: ৭:১৬ অপরাহ্ণ |
বাগমারায় শিক্ষকদের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি অধ্যক্ষ কালাম আজাদকে শুভেচ্ছা

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ বাগমারা আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদকে উপজেলার সকল পর্যায়ের কলেজ, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, শিক্ষক সংগঠন, মাদ্রাসা, কারিগরি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার (৮ জানুয়ারী) নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদের বাড়ির পাশের মাঠে আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

জানা যায়, ৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ এক লাখ সাত হাজার নয়শ তিরাশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সকাল থেকেই উপজেলার শিক্ষকদের পক্ষ হতে ফুলের মালা, ফুলের তোড়া, ফুল, মালার নৌকা নিয়ে নবনির্বাচিত এমপি কে সংবর্ধনা প্রদান করতে ব্যাপক আনন্দ ও উৎফুল্ল হয়ে আসতে দেখা গেছে।

শিক্ষকরা জানান, নবনির্বাচিত এমপি যেহেতু একজন অধ্যক্ষ সেজন্য উপজেলার শিক্ষক সমাজ অত্যান্ত গর্বিত। একজন শিক্ষক হয়ে এমপি মহোদয় শিক্ষকদের পাশে থাকবেন এমনটাই আশা করছেন শিক্ষকরা।

উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক জয়ন্ত কুমার জানান, অধ্যক্ষ আবুল কালাম আজাদ নির্বাচিত হওয়ায় আমরা খুবই আনন্দিত।

তাহেরপুর বিশ^বিদ্যালয় কলেজ এর অধ্যক্ষ জিয়াউদ্দিন টিপু বলেন, আমরা একজন অধ্যক্ষ কে এমপি হিসেবে পেয়ে গর্বিত। বাগমারা শিক্ষা বিস্তারে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে উঠবে বলে আমরা আশা করি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে