সিরাজগঞ্জে সবজির দাম কমায় ক্রেতাদের সন্তুষ্টি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৪; সময়: ১:২৩ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে সবজির দাম কমায় ক্রেতাদের সন্তুষ্টি

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে শীতকালীন বিভিন্ন ধরনের সবজির দাম কমতে শুরু করেছে । এতে ক্রেতাদের মাঝে কিছুটা হলেও স্বস্তি বিরাজ করছে। তবে এই সময়ে অন্যান্য বছরের ন্যায় আশাতির দাম কমেনি।

সিরাজগঞ্জ শহরের বড় বাজার ঘুরে জানা য়ায়, বর্তমানে বাজারে কাঁচা মরিচ ৫০-৬০ টাকা, পিয়াজ ৭০-৮০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা কেজি, আলু ৪০-৫০ টাকা, করলা ৫০-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ।

এছাড়াও ফুল কপি ৩০-৪০ টাকা, বাঁধা কপি প্রতিটি ২০/ ৩০ টাকা এবং শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকা। চাহিদার পাকা টমেটো ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে । এছাড়া গ্রামীণ হাট বাজার গুলোতে এলাকার উৎপাদিত শাক সবজি এর চেয়েও দাম কিছুটা কম বলে স্থানীয়রা জানিয়েছে।

অথচ গত কয়েকদিন আগেও বাজারে শাক সবজির দাম ছিল বেশ চড়া । ফলে ক্রেতাদের বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের বাজারে এসে হিমিশিম খেতে হতো । এখন ক্রেতারা সন্তুষ্টির কথাই জানালেন।

এ ব্যাপারে শহরের এস এস রোডের অসীম কুমার জানান, এবার যে শাকসবজির দাম গিয়েছে অন্যান্য বছর এর মত চড়া যায়নি। তবে গত দুদিন ধরে কিছুটা হলেও দাম কমায় আমরা যারা নিম্নমানের আই এর মানুষ রয়েছি কিছুটা হলেও স্বাচ্ছন্দ বোধ করছি।

সিরাজগঞ্জ শহরের বড় বাজারে বাজার করতে আসা মামুনুর রশিদ জানান, গত কয়েকদিন আগেও সবজি বাজারেও ছিল আগুন। সকল প্রকার সবজিতে ১০-১৫ টাকা বেশি দরে বিক্রি হতো । এখন সবজির দাম কমায় আমাদের মত স্বল্প আয়ের মানুষ কিছুটা হলেও সন্তুষ্ট ।

এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী এলাকার কৃষক আল- আমিন হোসেন জানান, এখন বাজারে আলু , বেগুন , পোটল, মরিচের যে দাম তাতে আমাদের উৎপাদন খরচ মিটিয়ে এমন একটা লাভ হচ্ছে না।

গ্রামের বিভিন্ন হাট বাজার পাইকাররা যে দামে সবজি আমাদের কাছ থেকে সবজি কিনছে আশানুরূপ লাভ হচ্ছে না। অথচ তারা শহরে নিয়ে অনেক বেশী দামে বিক্রি করে লাভবান হচ্ছে ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে