কুমিল্লা সিটির মেয়র পদে আ.লীগের পছন্দের প্রার্থী এমপি বাহারের মেয়ে

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪; সময়: ১২:৫৫ অপরাহ্ণ |
কুমিল্লা সিটির মেয়র পদে আ.লীগের পছন্দের প্রার্থী এমপি বাহারের মেয়ে

পদ্মাটাইমস ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে ‘একক প্রার্থী’ হিসেবে ডা. তাহসীন বাহার সূচনার নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। ডা. সূচনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার বাবা হাজি আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লা-৬ (সদর) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তার নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এ সভা হয়।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অধিকাংশ নেতা সেখানে উপস্থিত ছিলেন। এ ছাড়া কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গসংগঠনের সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন বলেন, ঐক্যবদ্ধ হয়ে ডা. সূচনার বিজয়ের জন্য কাজ করব। নাম ঘোষণার পর মেয়েকে জয়ী করতে সবার সহযোগিতা চান এমপি বাহার।

ডা. সূচনা বলেন, এই সিটির প্রতিটি পাড়া-মহল্লা, অলিগলি আমার চেনা। বিগত সংসদ ও সিটি নির্বাচনেও দলের জন্য মাঠে কাজ করেছি।

যদিও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বা প্রার্থী থাকার সুযোগ নেই বলে জানি।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুর পর উপনির্বাচনের তপশিল ঘোষণা হয়। সে অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৩ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি ও আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি আর প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। ইভিএমে ভোটগ্রহণ হবে আগামী ৯ মার্চ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে