শান্তিপূর্ণ পরিবেশে শুরু চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের উপ-নির্বাচন

প্রকাশিত: মার্চ ৯, ২০২৪; সময়: ১১:০১ পূর্বাহ্ণ |
শান্তিপূর্ণ পরিবেশে শুরু চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের উপ-নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ৩নং চামটা ও দৌলতপুরের ইউপি সদস্য পদের উপ-নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই নির্বাচন চলবে বিকেল চারটা পর্যন্ত । এই নির্বাচনে মোট দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। টিউবয়েল প্রতীক নিয়ে আব্দুল আলীম ও মোরগ প্রতীক নিয়ে লড়ছেন মুক্তার হোসেন মুক্তা ।

এখানে মোট ২৫৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন । এরমধ্যে মহিলা ভোটার ১৩০৩ জন ও পুরুষ ভোটার রয়েছে ১২৮৯ জন।

সরেজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে পরিবার পরিজন নিয়ে ভোটকেন্দ্রে আসতে শুরু করে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তারা আনন্দ প্রকাশ করেন।

ভোটাররা বলেন, আমরা যোগ্য প্রার্থীকে চাই, যিনি আমাদের পাশে থাকবেন এবং আমাদের এখানে যেহুতু কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, সে কারণে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে এখানে শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য তাদের বলেছি তারাও এই প্রতিশ্রুতি দিয়েছেন। এখন দেখা যাক কে নির্বাচিত হয়।

উল্লেখ্য, ৩নং চামটা-দৌলতপুরের ইউপি সদস্য আশরাফ আলী জেল হাজতে অসুস্থ অবস্থায় মারা গেলে এখানকার ইউপি সদস্য পদ শূন্য হওয়ায় এখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে