রাজশাহীতে উপ-নির্বাচনে ভ্যানে চড়ে ভোট দিলেন প্যারালাইসিসে আক্রান্ত আফাজ

প্রকাশিত: মার্চ ৯, ২০২৪; সময়: ১:৪৮ অপরাহ্ণ |
রাজশাহীতে উপ-নির্বাচনে ভ্যানে চড়ে ভোট দিলেন প্যারালাইসিসে আক্রান্ত আফাজ

তারেক রহমান : রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের বাসিন্দা আফাজ উদ্দিন। পরিবারের ভাস্যমতে তার বয়স ৭০ বছর । প্রায় ২০ বছর থেকে প্যারালাইসিসে আক্রান্ত তিনি। এরইমধ্যে হারিয়েছেন চলাচল ও কথা বলার শক্তি। এতো কিছুর পরেও মূল্যবান ভোট নষ্ট না করে দিয়েছেন পছন্দের প্রার্থীকে।

শনিবার (৯ মার্চ) চারঘাটের ৩নং চামটা ও দৌলতপুরের ইউপি সদস্য পদের উপ-নির্বাচনের কেন্দ্র শলুয়া ডিগ্রি কলেজ মাঠে ভোটগ্রহণ চলছিলো। ঘড়ির কাঁটা তখন ১২টা ৩৪মিনিটে, ঠিক তখনই অটোভ্যানে শুয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেন আফাজ উদ্দিন এবং সাথে ছিলো তার পরিবারের সদস্যরা।

এত অসুস্থতার মধ্যে তিনি নিজের ইচ্ছায় ভোট দিতে এসেছেন নাকি কেউ জোর করে এনেছেন- এমন প্রশ্নে তিনি মুখে জড়তা নিয়ে বলেন, আমি ভোট দিব, নষ্ট করবো না।

এসময় তার ভাতিজা আনিসুর জানান, আমরা তাকে নিষেধ করেছি যে অসুস্থ শরীরে ভোট দেওয়া লাগবে না। কিন্তু সে ভোটের ১৫ দিন আগে থেকেই বলছে আমি ভোট দিব। এরজন্য নিয়ে আসা হয়েছে।

ভোট দেয়ার জন্য সাহায্য করায় তিনি আনসার ও পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে