স্কুল খোলা রাখতে আদালতে যে যুক্তি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: মার্চ ১২, ২০২৪; সময়: ২:২৩ অপরাহ্ণ |
স্কুল খোলা রাখতে আদালতে যে যুক্তি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল

পদ্মাটাইমস ডেস্ক :  স্কুল খোলা নিয়ে অবশেষে সকল দ্বিধাদ্বন্দ্বের অবসান হলো। রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (১২ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে রোববার (১০ মার্চ) পুরো রমজানজুড়ে স্কুল বন্ধ রাখার আদেশ দেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে সোমবার আপিল করে রাষ্ট্রপক্ষ। সোমবার বিকেলের দিকে শুনানিতে স্কুল খোলা রাখার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের কথা জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন।

এসময় চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম প্রশ্ন রাখেন, এই কদিন বিদ্যালয় বন্ধ থাকলে কী এমন অসুবিধা হবে? পরে উচ্চ আদালতের আদেশ স্থগিত না করে মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়।

আপিল বিভাগে শুনানিতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আদালতকে বলেন, অন্যান্য দেশেও, মুসলিম দেশেও রমজানে স্কুল খোলা থাকে। এসময় ওআইসিভুক্ত স্কুল খোলা রাখা দেশগুলোর তালিকাও দেখান সর্বোচ্চ আদালতকে।

পরে আপিল বিভাগ অভিমত প্রকাশ করেছে যে, যেহেতু সরকারের সিদ্ধান্ত রমজানে স্কুল খোলা রাখবে এটিই বহাল থাকবে। আমরা হাইকোর্টের আদেশ স্থগিত করে দিলাম।

রায় ঘোষণা শেষে রিটকারী আইনজীবী একে এম ফয়েজ সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক এবং ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। পরে হাইকোর্ট সেই প্রজ্ঞাপন বাতিল করেছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে