পুঠিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভায় গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় করতে গুরুত্ব আরোপ

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪; সময়: ১২:৩৩ অপরাহ্ণ |
পুঠিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভায় গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় করতে গুরুত্ব আরোপ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে গ্রাম আদালত এর কার্যক্রম সক্রিয়করণ করতে গুরুত্ব আরোপ করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় উপজেলার সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ, সাইদুর রহমান, বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রাশিদা খাতুন, বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, পুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ খান ঝন্টুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আইন শৃঙ্খলা কমিটির সভায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে উপজেলা সমন্বয়কারী রাশিদা খাতুন উপস্থিত সকলকে অবগত করে বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউপি সচিব, হিসাব সহকারী, গ্রাম পুলিশদের গ্রাম আদালত বিষয়ক ট্রেনিং ও ওরিয়েন্টেশন প্রদানের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে আরও বেশি শক্তিশালী ও সক্রিয় করা হবে। থানাতে কোন মামলা দায়ের করার পূর্বে যদি সেই মামলা গ্রাম আদালত এখতিয়ারভূক্ত হয় তবে তা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে পাঠানোর জন্য অনুরোধ করেন। এর ফলে স্থানীয় জনগণ বিশেষত নারী, দরিদ্র ও বিপদাপন্ন জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি করা যাতে ত্রা অন্যায়ের প্রতিকার চাইতে পারে। এবং অল্প সময়ে স্বল্প খরচে ইউনিয়ন পরিষদের মামলাগুলো দ্রুততম সময়ে নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে