তাড়াশে প্রতারণার অভিযোগে যুবক আটক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪; সময়: ২:১২ অপরাহ্ণ |
তাড়াশে প্রতারণার অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক,তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশে প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগে গোলাম রসুল (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করেন তাড়াশ থানা পুলিশ। আটককৃত যুবক ঐ গ্রামের মৃত শামসুল হকের ছেলে। গত মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গোলাম রসুল বেশ কয়েক বছর ধরে লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিল। বিশেষ করে সাধারণ লোকজনের সরলতার সুযোগ নিয়ে অর্থ হাতিয়ে নিতেন। পরে প্রতারিতরা তার কাছে টাকা ফেরত চাইলে বিভিন্ন প্রভাব খাটিয়ে তাদের দমিয়ে রাখতেন ও প্রতারিত লোকজনকে প্রাণনাশের হুমকি দিতেন। তাড়াশ থানার মামলা নং ৩১। ধারা ৪২০, ৪০৬ ও ৫০৬ (২)।

এদিকে মামলার বাদী বারুহাস ইউনিয়নের বারুহাস গ্রামের শাহ আলম (৬১) বলেন, অভিযুক্ত গোলাম রসুল আমার সরলতা ও অসুস্থতার সুযোগ নিয়ে কয়েক দফায় ১৫ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। প্রথমে সে আমার বোরো খেতে অগভীর নলকূপের লাইসেন্স স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে প্রায় সারে চার লক্ষাধিক টাকা নেন। এই টাকায় সে আমাকে একটি লাইসেন্স বেড় করে দেন। এভাবে আমার কাছে বিশ্বাস অর্জন করেন। পরে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সে আমার সংসারের বিভিন্ন কাজের জন্য দফায়-দফায় ১৫ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করেন। টাকা চাইতে গেলে প্রাণনাশের হুমকি দেন।

অপরদিকে থানা থেকে আসামি গোলাম রসুলের প্রেস ব্রিফিংয়ের ছবি দেওয়ার সময় হাত কড়া পড়া অবস্থায় গোলাম রসুল ও তার বোন শারমিন খাতুন স্থানীয় সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, “ যারা সংবাদ প্রকাশ করবেন তাদেরকে দেখে নেওয়া হবে। ”

এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গোলাম রসুলকে আটক করা হয়। পরে আদালতে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে