রেল ভ্রমণে রাজশাহীতে বিট পুলিশিং এর সচেতনতা সভা

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪; সময়: ৩:৪৩ অপরাহ্ণ |
রেল ভ্রমণে রাজশাহীতে বিট পুলিশিং এর সচেতনতা সভা

নিজস্ব প্রতিবেদক : বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি এই স্লোগানের মধ্যে দিয়ে রাজশাহীতে “চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, অসতর্কভাবে রেললাইন পারাপার, ট্রেনের ছাদে, ইঞ্জিনে ও বাফারে ভ্রমণ, অবৈধভাবে চেইন পুলিং, মাদক ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক বিট পুলিশিং কার্যক্রম সভা” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মার্চ) দুপুরে রেলওয়ে থানার আয়োজনে রাজশাহী মহানগরীর রেলওয়ে কোর্ট স্টেশনে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল কুমারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আমরা নতুন প্রজন্মের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজ সেবক আজিজুল আলম বেন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, মহানগর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আরমান আলী, সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম, দারুস সালাম দাখিল মাদরাসার শিক্ষক জাকারিয়া হাবীবী, রাজশাহী রেলওয়ে স্টেশনের ইনচার্জ রাজিয়া খাতুন, আমরা নতুন প্রজন্মের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কনক, রাজশাহী কোর্ট স্টেশন মসজিদের খতিব সাইফুল ইসলামসহ বিভিন্ন সুধিজন।

প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু বলেন, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত করে থাকে। সরকার রেলওয়েকে নিরাপদ যাত্রা হিসেবে উপস্থাপন করছে তখন সরকারের এসব অর্জনকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।

এগুলো যাতে না হয় সেসব বিষয়ে আমাদের সচেতন হতে হবে। মাদকের সাথে জড়িতসহ যারা ট্রেনে এসব নানান কান্ড করছে তাদের প্রতিহত করতে হবে।

এছাড়াও আজকের সচেতনতার বিষয় গুলো পাড়া মহল্লা, মসজিদে আলোচনা ও লিফলেট বিতরণ করে জনসচেতনতা বাড়ানোর জন্য সকলকে আহ্বান জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে